রবিবার প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস জানিয়েছে যে, তাদের বহুল প্রতীক্ষিত ছবি স্পাই ইউনিভার্সের পরবর্তী সিনেমা ‘ওয়ার ২’, চলতি বছরের ১৪ অগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের সময় বিশ্বব্যাপী বড় পর্দায় মুক্তি পেতে চলেছে।
‘ওয়ার ২’তে হৃতিকের সঙ্গে থাকছেন জুনিয়র এনটিআর! প্রকাশ্যে ছবি মুক্তির দিনক্ষণ
রবিবার প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস জানিয়েছে যে, তাদের বহুল প্রতীক্ষিত ছবি স্পাই ইউনিভার্সের পরবর্তী সিনেমা ‘ওয়ার ২’, চলতি বছরের ১৪ অগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের সময় বিশ্বব্যাপী বড় পর্দায় মুক্তি পেতে চলেছে।
অয়ন মুখোপাধ্যায় পরিচালিত, এই ছবির প্রধান চরিত্রে রয়েছেন হৃতিক রোশন। তিনি ‘ওয়ার ২’-এর প্রিক্যুয়াল ‘ওয়ার’-এও ছিলেন। তাঁর সঙ্গে দেখা গিয়েছিল টাইগার শ্রফকে। আর এবার এই ছবির সিক্যুয়েলে আসছেন জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর।
Yash Raj Films confirmed the release date of War 2.
পোস্টে লেখা হয়েছে, ‘এটা না বললেই নয়, আমরা ‘ওয়ার ২’ -এর প্রোমোশন শুরু করার আগেই আপনারা ছবি নিয়ে এত উৎসাহী প্রকাশ করেছেন, যা দেখে আমরা সত্যি আপ্লুত... চলতি বছরের ১৪ অগস্ট বিশ্বব্যাপী নানা প্রেক্ষাগৃহে এই ছবি ঝড় তুলবে।'
প্রসঙ্গত, ২০১২ সালে সলমন খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ‘এক থা টাইগার’ ছবির হাত ধরে যশ রাজ ফিল্মস তাদের স্পাই ইউনিভার্সের পথ চলা শুরু করেছিল। ছবিটি বিরাট ভাবে বাণিজিক্য সাফল্য পাওয়ায়, প্রযোজনা সংস্থা দুটি সিক্যুয়েল তৈরি করে। একটি হল ‘টাইগার জিন্দা হ্যায়’, এই ছবিটি ২০১৭ সালে মুক্তি পায়। আর একটি ছবি হল ‘টাইগার ৩’। এই ছবিটি ২০২৩ সালে মুক্তি পায়। তবে শুরু থেকেই স্পাই ইউনিভার্স তৈরির তেমন কোনও পরিকল্পনা ছিল না প্রযোজনা সংস্থার পক্ষ থেকে।
তারপর ২০১৯ সালে মুক্তি পায় টাইগার শ্রফ ও হৃতিক রোশন অভিনীত 'ওয়ার'। এরপর ২০২৩ সালে যখন শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত 'পাঠান' মুক্তি পায়, তখন জানা যায় এই ছবিগুলো নিয়ে স্পাই ইউনিভার্স তৈরি হতে চলেছে।