নিজেই একটি ভিডিয়ো প্রকাশ করেছে আফগান গায়িকা হাসিবা নুরি জানান, তিনি বেঁচে আছেন, সুস্থ আছেন। সাংবাদিক ইফতেখার ফিরদৌসও টুইটারে গায়িকার সুস্থতার বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, ‘সত্য যাচাই করুন: খাইবার পাখতুনখোয়ায় নিহত আফগান গায়িকা হাসিবা নুরির সঙ্গে কথা বলুন। উনি ভালো আছেন এবং জীবিত আছেন।
আফগান গায়িকা হাসিবা নুরি
তালিবানদের হাতে আফগানিস্তানের পরিস্থিতি কঠিন। আর সেকারণেই একদিন পাকিস্তানে পালিয়ে এসেছিলেন আফগান গায়িকা হাসিবা নুরি। এদিকে সোমবার সকালে খবর ছড়িয়ে পড়ে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার কুজায় অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের হাতে নিহত হয়েছেন হাসিবা। কিন্তু নাহ। এখবর ভুয়ো। হাসিবা নুরি বেঁচে আছেন।
নিজেই একটি ভিডিয়ো প্রকাশ করেছে আফগান গায়িকা হাসিবা নুরি জানান, তিনি বেঁচে আছেন, সুস্থ আছেন। সাংবাদিক ইফতেখার ফিরদৌসও টুইটারে গায়িকার সুস্থতার বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, ‘সত্য যাচাই করুন: খাইবার পাখতুনখোয়ায় নিহত আফগান গায়িকা হাসিবা নুরির সঙ্গে কথা বলুন। উনি ভালো আছেন এবং জীবিত আছেন। তিনি এখন করাচিতে আছেন। সোশ্যাল মিডিয়া এবং কিছু নিউজ ওয়েবসাইট তাঁর মৃত্যুর খবর শেয়ার করেছে। যে ছবিটা সামনে এসেছে, সেটা তাঁর অস্ত্রোপচারের সময় অ্যানেস্থেশিয়ার পর তোলা হয়েছিল।’