Gurmeet Choudhary-Devina Bonerjee: সেলেবদের মতো নয়, সবার সঙ্গে মিশে বারাণসীতে ঘুরে বেড়াচ্ছেন গুরমিত-দেবিনা Updated: 09 Jul 2023, 11:49 AM IST Subhasmita Kanji Gurmeet Choudhary-Devina Bonerjee: বেনারসে দুই মেয়ের মুণ্ডন সংস্কারের কাজ করলেন গুরমিত এবং দেবিনা। নিয়ম আচার পালনের পরই দুজনে ব্যস্ত হয়ে পড়েন স্থানীয় খাবার চেখে দেখতে। তাঁদের বেনারসি পান থেকে শুরু করে অন্যান্য খাবার খেতে দেখা যায় এদিন।