গুলশান দেভাইয়াকে আগামীতে জাহ্নবী কাপুরের সঙ্গে উলাঝ ছবিতে দেখা যাবে। সবেই গত মঙ্গলবার এই আসন্ন ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। তারপরই এদিন অভিনেতা তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি আস্ক মি এনিথিং সেশনের আয়োজন করলেন। সেখানেই তিনি একাধিক উত্তরের সঙ্গে ঘনিষ্ট দৃশ্যের শ্যুটিংয়ের বিষয়ে কথা বললেন।
ঘনিষ্ট দৃশ্যের শ্যুটিং নিয়ে কী বললেন গুলশান দেভাইয়া?
এদিন এক ব্যক্তি তাঁকে উদ্দেশ্য করে লেখেন, 'আগে যখন ঘনিষ্ট দৃশ্যের শ্যুটিং করতে তখন কেমন লাগত আর এখন কেমন লাগে?' উত্তরে গুলশান বলেন, ‘ভীষণ বোরিং ছিল, এখনও বোরিং আছে। খালি তোমাদেরই এসব দেখতে মজা লাগে।’

আরও পড়ুন: প্রিয়াঙ্কাকে টক্কর দিয়ে চিকনি চামেলির সুরে বরযাত্রী মাতিয়েছেন নীতা আম্বানি! নিমেষে ভাইরাল ভিডিয়ো
বাধাই দো ছবি নিয়ে কী বললেন?
এদিন এক ব্যক্তি গুলশান দেভাইয়াকে জিজ্ঞেস করেন যে তাঁর এবং আয়ুষ্মান খুরানা অভিনীত বাধাই দো ছবিটি তাঁর কেরিয়ারে কোনও কুপ্রভাব ফেলেছে কিনা? জবাবে তিনি বলেন, 'না, আমি এমন কিছু মনে করি না। উল্টে আমার মনে হয় এমন আরও ছবি বানানো উচিত। ভালোবাসার ছবি ভালোবাসার ছবিই হয়।' প্রসঙ্গত এই ছবিটি LGBT কমিউনিটিদের নিয়ে তৈরি হওয়া একটি ছবি ছিল।
এদিন অন্যান্য একাধিক প্রশ্নের উত্তরও দেন গুলশান দেভাইয়া। তিনি জানিয়ে দেন তাঁর অভিনীত সিরিজ আফসোসের দ্বিতীয় ভাগ এখনই আসছে না। তাই দর্শকদের সেটা নিয়ে প্রত্যাশা করতে বারণ করেছেন। উল্টো দিকে জানিয়েছেন তিনি আন্ধাধুন ছবিটি করার সুযোগ পেলে খুশি হতেন। প্রসঙ্গত ২০১৮ সালে মুক্তি পাওয়া এই ছবিটিতে আয়ুষ্মান খুরানা অভিনয় করেছিলেন। ছবিটির পরিচালনা করেছিলেন শ্রীরাম রাঘবন।