শহরের উষ্ণতা একটু কমতেই তিলোত্তমায় ভালোবাসার মরসুম থুড়ি বিয়ের মরসুম! কবে বিয়ে করছেন পরমব্রত চট্টোপাধ্যায়? গত এক দশকে হাজার বার এই প্রশ্নের মুখোমুখি হয়েছেন নায়ক। অবশেষে আইবুড়ো তকমা ঘুচছে অভিনেতার। ৪৩ বছর বয়সী তারকা সোমবারই রেজিস্ট্রি বিয়ে করছেন। পাত্রী টলিপাড়ার অতি চেনা মুখ, অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী। আরও পড়ুন-অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীর সঙ্গে আজ বিয়ের পিঁড়িতে পরমব্রত! হাজির থাকবেন কারা?
পরম-পিয়ার সম্পর্ক নিয়ে গত কয়েক বছরে কম কাটাছেঁড়া হয়নি। কিন্তু প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি দুজনেই। অনুপম-পিয়ার ঘর ভাঙার পিছনেও নাম উঠেছিল পরমব্রতর। সেই দায় অস্বীকারও করেছিলেন নায়ক। পরমব্রতর জীবনে প্রেম এসেছে বারবার। অভিনেতার ‘রঙিন’ জীবন নিয়ে একটা সময় কম চর্চা হয়নি। লাভ লাইফ নিয়ে কেরিয়ারের গোড়ার দিকে বেশ খোলামেলা ছিলেন পরমব্রত। একটা সময় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন অভিনেতা। সিঙ্গল মাদার স্বস্তিকার সঙ্গে পরমের প্রেম একটা সময় টলিপাড়ার মুচমুচে গসিপের কেন্দ্র ছিল। তবে বেশিদিন টেকেনি সম্পর্ক। ২০১০ সাল নাগাদ ভাঙন ধরে এই প্রেমের কাহিনিতে।
এরপর ইতিউতি পরমের সঙ্গে টলিপাড়ার বেশকিছু নায়িকার নাম জড়ালেও সেই নিয়ে একদম সিরিয়াস ছিলেন না নায়ক। রাইমা সেনের সঙ্গে অনস্ক্রিনে পরমব্রতর কেমিস্ট্রি বরাবর চোখ টানে। অফ-স্ক্রিনেও নাকি একটা সময় জমে উঠেছিল তাঁদের রসায়ন। কিন্তু বেশিদূর গড়ায়নি সম্পর্ক। পরে টলিউডের এক বিবাহিত অভিনেত্রীর সঙ্গেও নাম জড়িয়েছিল পরমব্রতর। তিনি অবশ্য স্বামী-সন্তানকে ছেড়ে পরমব্রতর হাত ধরেননি প্রকাশ্যে।

সবচেয়ে দীর্ঘসময় ইকার সঙ্গেই প্রেমে আবদ্ধ থেকেছেন পরম
এরপরেই পরমব্রতর জীবনে এন্ট্রি নেন ইকা শাউট। এই ডাচ চিকিৎসকের সঙ্গে বিদেশে সিনেমা নিয়ে পড়াশোনা করতে গিয়ে আলাপ পরমব্রতর। দীর্ঘসময় লং ডিসট্যান্ট রিসেপশনশিপে ছিলেন তাঁরা। পরে নিজের কেরিয়ার শিকেয় তুলে কলকাতায় চলে আসেন ইকা। ২০১৯ সালে সহবাস সঙ্গী ইকার সঙ্গে পরমব্রতর বিয়ে নিয়ে কম জল্পনা শোনা যায়নি। পরমব্রত চট্টোপাধ্যায়ের ট্র্যাক রেকর্ড অনুযায়ী এটাই নাকি ছিল তাঁর দীর্ঘস্থায়ী প্রেম। কোভিডের সময়ই পরমব্রতকে ছেড়ে নেদারল্যান্ডে ফেরেন ইকা। এই প্রেম কেন ভাঙলো তা সবার অজানা।

পিয়ার সঙ্গে পরমব্রত
করোনাকালেই শুরু পরম-পিয়ার বন্ধুত্ব। দেউচা-পাচামিতে শ্রমজীবী ক্যান্টিনে কাজ করতে গিয়ে বন্ধুত্ব ঘনিষ্ঠতায় পরিণত হয়। পরমব্রতর ব্যক্তিগত জীবনে বরাবরই আগ্রহ দর্শকদের, কেরিয়ারের গোড়া থেকেই একাধিক নারীর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। সম্পর্ক নিয়ে এমনিতে খোলামেলা হলেও পিয়ার ক্ষেত্রে শুরু থেকেই সাবধানী তিনি। সমাজকর্মী পিয়ার টানে শেষমেশ টলিউডের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলার’ তকমা ঝেড়ে ফেলছেন পরমব্রত। এই ক্লোজড-ডোর বিয়েতে আমন্ত্রিত নন টলিউডের কেউই। সোমবার বিকালে সই-সাবুদ করে বিয়ে সারবেন দুজনে। শোনা যাচ্ছে, পরে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য রিসেপশনের আয়োজন করবেন পরমব্রত। বিয়ে নিয়ে আপতত মুখে কুলুপ পরিচালক-অভিনেতা পরমের।