ঠিক বিকেল সাড়ে চারটে। জন্মদিনটা কেমন কাটছে? ফোনের ওপার থেকে হিন্দুস্তান টাইমস বাংলাকে ‘রসগোল্লা’-খ্যাত পরিচালক পাভেল জানালেন, তখন ছেলের সঙ্গে লং ড্রাইভে বেরিয়েছেন তিনি। জন্মদিনের শুরুটা যে বেশ ভালোই কেটেছে পরিচালকের কণ্ঠস্বরে তা স্পষ্ট।
হাতে ‘মন খারাপ’, ‘কলকাতা চলন্তিকা’র মতো একগুচ্ছ প্রোজেক্ট পাভেলের। বর্তমানে ‘ডাক্তার কাকু’র শ্যুটিংয়ে ব্যস্ত পরিচালক। ঘড়ির কাঁটায় ঠিক বারোটা, জন্মদিনের শুরুতেই কাজে ব্যস্ত ছিলেন। পাভেল জানিয়েছেন, ‘গতকাল রাতে ডাক্তার কাকুর শ্যুটিং চলছিল। রাত দেড়টা অবধি শ্যুট হয়েছে। রাত বারোটায় আমি শট নিতে যাব, আচমকা ফ্লোরে বুম্বাদা (প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়) হ্যাপি বার্থ ডে গাইতে গাইতে এগিয়ে আসছে। গোটা ইউনিট গাইছে। আমার কাছে সবথেকে আনন্দের, আমি আমার জন্মদিনটা কাজ করতে করতে শুরু করেছি।’ ফ্লোরে কেক কেটে চলেছে জমজমাট জন্মদিন সেলিব্রেশন। আরও পড়ুন: ‘ডাক্তার কাকু’ প্রসেনজিৎ-এর ছেলে ঋদ্ধি, বাবা-ছেলের সম্পর্কের গল্প বলবেন পাভেল

জন্মদিনের সকালে তড়িঘড়ি হাতের কাজ শেষ করে, একরত্তি ছেলেকে নিয়ে লং ড্রাইভে বেরিয়ে পড়েছেন পাভেল। শাসন-বাইপাস ধরে লং ড্রাইভে বেরোলেও খুদে নাকি গাড়িতেই ঘুমিয়ে পড়েছে! পরিচালক বাবার সঙ্গে বসে সে মিষ্টি, আচারও খেয়েছে। জন্মদিনের সন্ধেটা ছোটবেলার বন্ধুদের সঙ্গেই কাটাবেন বলে জানিয়েছেন পরিচালক। খাওয়াদাওয়া করে, জমিয়ে আড্ডা দিয়ে কাটবে।
জন্মদিনে কী সারপ্রাইজ রেখেছেন দর্শকের জন্য? পাভেলের জানিয়েছেন, ‘ডাক্তার কাকুর শ্যুটিং প্রায় শেষ, কলকাতা চলন্তিকা ১৫ জুলাই রিলিজ, আর মন খারাপ রিলিজ পুজোর আগে বা পরে।’ আরও পড়ুন: পোস্তা ব্রিজ ভাঙার ছ’বছর পার!কেমন আছে শহর? মুক্তি পেল ‘কলকাতা চলন্তিকা’র পোস্টার
নতুন প্রোজেক্ট নিয়ে কথা বলতে গিয়ে হিন্দুস্তান টাইমস বাংলাকে পরিচালক জানিয়েছেন, ‘আরও একটা নতুন প্রোজেক্ট আসছে। কিন্তু পেপার ওয়ার্ক এখনও শেষ হয়নি। এই কারণে বলা যাবে না।’ তবে পরিচালকের ইঙ্গিত, ‘অসুর’-এর পর ফের একবার জিৎ-এর সঙ্গে কাজ করতে চলেছেন তিনি।