সোমবার রাতে হঠাৎ করেই একটা বিস্ফোরক পোস্ট সোশ্যাল মিডিয়াতে। যেখানে জি বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের নায়ক জিতু কলের নামে একগুচ্ছ অভিযোগ তুলেছেন দিতিপ্রিয়া রায়। বেশ লম্বা পোস্টে দিতিপ্রিয়া যে অভিযোগগুলি তুলেছেন, তাতে বোঝা যাচ্ছে তিনি জিতুর ব্যাবহারে বেশ অসন্তুষ্ট। এমনকী, জিতু তাঁকে কিছু ‘বিতর্কিত’ ম্যাসেজ পাঠিয়েছেন বলেও অভিযোগ। যেখানে নাকি মাঝরাতে হোয়াটসঅ্যাপে AI দিয়ে তৈরি (চিরদিনইর দর্শকদের, জিতুর নয়) দিতিপ্রিয়া ও জিতু কমলের একটি চুমুর ভিডিয়োও আছে!
তা যেই জিতুর নামে এই অভিযোগ, তিনি কী বলছেন? হিন্দুস্তান টাইমস বাংলা-র তরফে যোগাযোগ করা হলে জিতু জানান যে, তিনি নাকি দেখেননি এই পোস্ট। বিভিন্ন সাংবাদিকের তরফ থেকে ফোন পেয়েছেন, এবং সেখান থেকেই গোটা ব্যাপারটা জানতে পেরেছেন।
জিতুর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে জবাব এল, ‘আমি তোমার কথা শুনে হা হা করে হেসেছি। কী বলব এটা নিয়ে। বলেছি বাচ্চা, কিডিশ, ইমম্যাচিওর!’ জিতু আরও জানান যে, তিনি এই নিয়ে আপাতত কিছু লিখতে চান না সোশ্যাল মিডিয়াতে।
‘ও যে অভিযোগ তুলেছে না, ও নিজেও জানে না এটা কতটা মারাত্মক’, আরও বলেন জিতু। কোনোভাবে কি ‘ইয়ার্কি’-র ভুল অর্থ পৌঁছেছে? প্রশ্নে জিতুর কাছ থেকে জবাব এল, ‘আমার কাছে তো স্ক্রিনশট আছে তো। যখন আমি বুঝলাম ইয়ার্কিটা ওই তরফ থেকে হচ্ছে, আমার তরফ থেকে নয়, তখন আমি চুপ করে গেলাম, কথা বলতাম না বেশি। হয় না, তুমি আমার সঙ্গে মজা করছ। আমি যেই মজা করলাম, সেটা গায়ে মেখে ফেলল, আমি তাই চুপ করে গিয়েছিলাম। ভীষণ ইমম্যাচিওর।’
দিতিপ্রিয়ার পোস্টের পর কি ধারাবাহিকে প্রভাব পড়বে? জিতু বলেন, ‘আমি খুব প্রফেশনাল মানুষ। এই ছোট ছোট জিনিসগুলোকে গায়ে নিলে, বড় জিনিস আসলে তা তো নিতেই পারব না! খুব ছোট ব্যাপার।’ সেটে কাজ করতে সমস্যা হবে? জিতু বললেন, ‘না মনে তো হয় না, আমার দিক থেকে কোনো সমস্যা হবে। আমার হওয়ার কথা নয়!’
দিতিপ্রিয়ার পোস্ট আসার পর, প্রযোজনা সংস্থার কারওর সঙ্গে কথা হয়েছে জিতুর? জবাব এল, ‘হ্যাঁ হ্যাঁ! ওরা দুঃখিত। আমি বললাম তোমরা কেন! আমি তো সিরিয়াল করতামই না। আমাকে একটা বলে নিয়ে আসা হয়েছে। ওরা খুব ভালো মানুষ। ওরা নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করছে। আমার খুব কাছের ওরা সকলের।’