বক্স অফিসে একের পর এক ছক্কা হাঁকাচ্ছে উইনডোজ প্রোডাকশনের ছবি 'বহুরূপী'। গত ৮ অক্টোবর, পুজোর ছবি হিসাবে মুক্তি পেয়েছে 'বহুরূপী'। তারপর একের পর এক সাফল্য। ১ মাস পার করেও থামেনি নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবির সাফল্যের ঘোড়া। এখনও বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে ছবিটি।
ছবি আয় এই মুহূর্তে কত?
তবে শুধু বাংলার বক্স অফিসেই নয়, উইনডোজ প্রোডাকশনের তরফে Hindustan Times Bangla-কে জানানো হয় প্যান ইন্ডিয়ার বক্স অফিসে ইতিমধ্যেই ১৪ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি। ছবিটি ১২ কোটির গণ্ডি টপকে গিয়েছে বহুদিন আগেই। এবার প্রযোজনা সংস্থা জানাচ্ছে, ছবির ব্যবসা দেশব্যাপী ১৪ কোটিতে গিয়ে পৌঁছেছে। যা সত্যিই ‘রেকর্ড ব্রেকিং’ বললে ভুল হয় না।
এরাজ্য ছাড়াও বেঙ্গালুরু, ঝড়খণ্ড, ওড়িশা, বিহারেও সাফল্যের সঙ্গে এখনও চলছে 'বহুরূপী'। এই রাজ্যগুলির কোন সিনেমাহলে কখন বহুরূপী দেখানো হবে, সেই শো টাইমগুলি প্রযোজনা সংস্থার তরফে X হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে।
এদিকে মুক্তির ১ মাসের মাথায় গোটা দেশে ছবিটি প্রায় ১০ লক্ষ মানুষ দেখে ফেলেছেন, তাই সকলকে ধন্যবাদ জানিয়েও উইনডোজ প্রোডাকশনের তরফে একটি পোস্ট করা হয়। প্রসঙ্গত, এক দুর্ধর্ষ ব্যাঙ্ক ডাকাতির গল্প নিয়ে তৈরি হয়েছে 'বহুরূপী' ছবিটি।