আরিয়ান ভৌমিক আগেই জানিয়েছিলেন তাঁকে আর কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির কোনও ছবিতে 'সন্তু'-এর ভূমিকায় দেখা যাবে না। এবার তাঁকে ছাড়াই শুরু হল ‘কাকাবাবু’ -এর নতুন অভিযান। SVF-এর পক্ষ থেকে শুক্রবার নতুন 'কাকাবাবু' প্রোজেক্টের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। এই ছবিতেও 'কাকাবাবু' হয়ে ফিরছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
শুক্রবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে প্রযোজনা সংস্থার অফিসে অনুষ্ঠিত হয় মহরতের অনুষ্ঠান। তবে সেখানে স্বাভাবিক ভাবেই দেখা যায়নি আরিয়ানকে। তবে এদিনই ‘পরিচয় গুপ্ত’-এর প্রিমিয়ারে আমন্ত্রিত ছিলেন নায়ক। সেখানে হিন্দুস্থান টাইমস বাংলাকে আরিয়ান এই প্রসঙ্গে বলেন, ‘আগেরবার থেকেই ঠিক হয়ে গিয়েছিল যে এবার আমি আর ‘সন্তু’-এর চরিত্রে থাকব না। আসলে বয়সের তো একটা বিষয় রয়েছে। আর তাই কোথাও না কোথাও তো এক্ষেত্রে ইতি টানতেই হবে।'
আরও পড়ুন: ‘পাগল নাকি?’! পাশে বউ আলিয়া, পাপারাৎজিদের কোন অনুরোধে সটান ‘না’ রণবীর কাপুরের?
তবে এ নিয়ে কোন খারাপ লাগা নেই অভিনেতার মনে, বদলে আছে নতুন উৎসাহ। তাঁর কথায়, 'এটাই সঠিক সময় নতুন 'সন্তু'-কে জায়গা ছেড়ে দেওয়ার জন্য। তবে আমার জন্য এটা খুব মজার, কারণ প্রথমবার আমি পর্দায় ‘সন্তু’ হিসেবে নিজের বদলে অন্য কাউকে দেখতে পাবো। আর সেটার জন্য আমি সব থেকে বেশি উৎসাহী।'
প্রসঙ্গত, ২০১৩ সালে মুক্তি পায় প্রথম কাকাবাবুর অভিযান ‘মিশর রহস্য’। তারপর ২০১৭ ও ২০২২ সালে মুক্তি পায় ‘ইয়েতি অভিযান’ এবং ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। এই সব কয়টি ছবিতেই ‘সন্তু’ -এর ভূমিকায় অভিনয় করেছিলেন আরিয়ান ভৌমিক। তবে এবার তাঁর বদলে এই চরিত্রে দেখা যাবে অর্ঘ্য বসু রায়কে। তাঁকে এর আগে ‘দাবাড়ু’ ছবিতে গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা গিয়েছিল।
আরও পড়ুন: জন্মদিনেও পাশে নেই যিশু, মহাকুম্ভে নীলাঞ্জনা! মেয়েদের নিয়ে নয়, গেলেন অন্য ২ কাছের মানুষের সঙ্গে
উল্লেখ্য, এই ছবিতে কেবল ‘সন্তু’ নয় পরিচালকেরও বদল হয়েছে। এবার থেকে আর কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির কোনও ছবি পরিচালনা করবে না সৃজিত মুখোপাধ্যায়, যদিও তাঁর পরিচালনাতেই বাংলা ছবি দর্শক আবার নতুন করে 'কাকাবাবু'কে পেয়েছিল বাংলা সিনেমায়। এবার সৃজিতের বদলে ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন চন্দ্রাশিস রায়। এর আগে তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে তাঁর প্রথম ছবি ‘নিরন্তর’ তৈরি করেছিলেন। এবার কাকাবাবুর নতুন অভিযানের জন্য নির্মাতারা বেছে নিয়েছেন ‘বিজয়নগরের হিরে’ কাহিনিটিকে।