ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠপুত্রের ডাক সহজে এড়ানো কঠিন। তাই তো ঋতুপর্ণা সেনগুপ্ত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অযোগ্য-র স্পেশ্যাল স্ক্রিনিংয়ে এক ছাতার তলায় কার্যত গোটা ইন্ডাস্ট্রি। কাকে ছেড়ে কার দিকে ক্যামেরা তাক করবেন? বোঝা দায়!
অযোগ্য-র স্পেশ্যাল স্ক্রিনিংয়ে শুরুতেই পৌঁছেছিলেন বুম্বাদা। এরপর হাজির সোহম। লেমন রঙা ফুলস্লিভস গেঞ্জি গায়ে চড়িয়ে একা এলেন দেব। প্রসেনজিৎ-কে দেখেই দাদা বলে জড়িয়ে ধরলেন! ততক্ষণে ফিসফিসানি শুরু সোহমের সঙ্গে কি দেবের কথা হবে? নেপথ্যে বিধায়কের সাম্প্রতিক চড়কাণ্ড।
সেই বিতর্কে দেবকে পাশে পাননি চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক। তবে এদিন ইন্ডাস্ট্রির সহকর্মী হিসাবে হাসিঠাট্টায় মশগুল অবস্থাতেই পাওয়া গেল দুজনকে। একে একে এলেন জিৎ,আবির, অঙ্কুশরা। অযোগ্য-র সঙ্গে প্রতিযোগিতা নেই, আগেই জানিয়েছিলেন ‘বুমেরাং’ নায়ক। দেব না জিৎ- কার সঙ্গে এন্ট্রি নেবেন? এই দ্বন্দ্ব এড়াতে বোধহয় একাই এলেন রুক্মিণী। ওদিকে রাজের হাত ধরে অযোগ্য দেখতে হাজির শুভশ্রী।
এক ছাদের তলায় থাকলেও একফ্রেমে ধরা গেল না টলিউডের চর্চিত প্রাক্তন জুটি দেব-শুভশ্রীকে। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সুখী গৃহকোণ শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কেরিয়ার, সংসার, মাতৃত্ব-- সবটাই সামলাচ্ছেন অভিনেত্রী। দুই সন্তান ইউভান ও ইয়ালিনিকে নিয়ে ভরা সংসার দুজনের।
শুভশ্রীর মতোই দেবও এখন ব্যক্তিগত জীবনে অনেকটা পথ এগিয়ে গিয়েছেন, রুক্মিণীর সঙ্গে তাঁর বিশেষ বন্ধুত্বের কথা কারুর অজানা নয়। নয় নয় করে প্রায় সাত বছর দীর্ঘ সম্পর্ক দুজনের। দেব-শুভশ্রীর সম্পর্ক ভেঙেছে, এখন আর বন্ধু নন তাঁরা। তবে একই ইন্ডাস্ট্রিতে কাজ করার সুবাদে সৌজন্যতা বজায় রেখেছেন।