রজনীকান্ত এবং ঐশ্বর্য রাই অভিনীত এন্থিরান ছবিটির গল্প নাকি আসলে টোকা। এক গল্পের বইয়ের লেখক গল্প চুরির অভিযোগ করার পর এদিন উক্ত ছবির পরিচালকের ১০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি।
আরও পড়ুন: 'কাল একটা বড় দিন আমার জন্য' রান্নাবাটির শ্যুটিং শুরু করেও চালচিত্র নিয়ে কোন আপডেট দিলেন প্রতীম?
কী ঘটেছে?
ইডির তরফে তামিল চিত্র নির্মাতা এস শঙ্করের ৩ স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে রজনীকান্ত এবং ঐশ্বর্য রাই অভিনীত এন্থিরান ছবিটির গল্প চুরির কেসে। জানা গিয়েছে তাঁর যে সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলোর মোট মূল্য ১০ কোটি ১১ লাখ টাকা। প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় তাঁর এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
জানা গিয়েছে ২০১১ সালে লেখক আরুর তামিলনাদান অভিযোগ করেন একটি ম্যাজিস্ট্রেট কোর্টে। ইডির তরফে তারপর তদন্ত শুরু করা হয় এই কেসের। আরুর তামিলনাদান জানান এস শঙ্কর পরিচালিত ব্লকবাস্টার ছবি এন্থিরান ওরফে রোবটের গল্পের সঙ্গে হুবহু মিল আছে তাঁর লেখা গল্প জিগুবার। এস শঙ্করের বিরুদ্ধে কপিরাইট অ্যাক্ট ভাঙার অভিযোগ করেন তিনি।
তদন্তে ইডি জানতে পেরেছে যে এস শঙ্কর এই এন্থিরান ছবিটির জন্য ১১ কোটি ৫০ লাখ টাকা পেয়েছিলেন। গল্প তৈরি, স্ক্রিনপ্লে, সংলাপ এবং পরিচালনার জন্য তিনি উক্ত টাকা পেয়েছিলেন। ২০১০ সালে মুক্তি পেয়েছিল এন্থিরান ওরফে রোবট ছবিটি। বিশ্বজুড়ে সেই সময় ২৯০ কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি।
আরও পড়ুন: খালি গণসঙ্গীত নয়, ক্লাসিক্যালেও সমান দক্ষ সারেগামাপার আরাত্রিকা! ফিনালের আগে ভাইরাল পুরনো ভিডিয়ো
আরও পড়ুন: 'পেশির জোরের বদলে মগজের খেল' দেখাতে রক্তবীজ ২ -তে খলনায়ক হয়ে আসছেন অঙ্কুশ! থাকছে আর কোন চমক?
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়ার তরফে এন্থিরান ছবির গল্প এবং জিগুবা গল্পের বইটির বিষয়বস্তুর মধ্যে বেশ মিল পেয়েছিল সে চরিত্র নির্মাণ হোক বা গল্প বলার ধরন, সবেতেই। আর সেই রিপোর্ট এই গল্প চুরির অভিযোগকে আরও পোক্ত করেছিল।