
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগের রাতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে গুলি চলল বহরমপুরে। রবিবার রাতে বহরমপুুরের মধুপুরে তৃণমূলের পার্টি অফিসে ২ তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় শহর যুব তৃণমূল সভাপতিসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রীর সফরের আগের রাতে এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।
জানা গিয়েছে, রবিবার রাতে মধুপুরে তৃণমূলের পার্টি অফিসে বসেছিলেন স্থানীয় নেতা মিঠু জৈন ও তাঁর অনুগামীরা। তখন সেখানে হাজির হয় শহর যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষ ও তাঁর অনুগামীরা। মিঠু জৈন ও তাঁর অনুগামীদের চেয়ার ও ফ্যান দিয়ে মারধর করে তারা। ৭ – ৮ জন মিলে মারধর করে বলে অভিযোগ। আতঙ্ক ছড়াতে তারা শূন্যে গুলি ছোড়ে বলেও অভিযোগ উঠেছে। মারধরে মাথাসহ দেহের বিভিন্ন জায়গায় আঘাত পান মিঠুবাবু ও তাঁর এক অনুগামী। তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসা চলছে।
এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেন মিঠু জৈন। সেই অভিযোগের ভিত্তিতে পাপাই ঘোষসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের আজ বহরমপুর আদালতে পেশ করা হবে।
ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল জেলা নেতৃত্ব। তাদের দাবি, দুষ্কৃতীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। যা ব্যবস্থা নেওয়ার পুলিশ নেবে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports