মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বড়সড় বাণিজ্য চুক্তি সম্পন্ন করার জন্য এখনই উতলা নয় ভারত। শুক্রবার এমনটাই জানালেন দেশের কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। তাঁর কথায়, ভারত আলোচনার মাধ্যমে এমন চুক্তিই করতে চায়, যাতে দুই পক্ষেরই লাভ রয়েছে। তাই এই ব্যাপারে তাড়াহুড়োর কোনও প্রশ্নই ওঠে না। নিজের কথায় এমনটাই ইঙ্গিত দিলেন পীযূষ। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি খুব শিগগিরই শেষ হতে চলেছে। সেই মুহূর্তেই শোনা গেল এই বিশেষ মন্তব্য।
কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী?
দিল্লির প্রগতি ময়দানে শুরু হয়েছে টয় বিজ ইন্টারন্যাশনাল বিটুবি এক্সহিবিশন বা প্রদর্শনী। শুক্রবার সেখানেই উপস্থিত ছিলেন পীযূষ গোয়েল। এই দিন বক্তব্য রাখার ফাঁকে তাঁর কথায় উঠে আসে মার্কিন মুলুকের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তির প্রসঙ্গ। পীযূষ বলেন, ‘যখন ভারতের স্বার্থ সুরক্ষিত থাকবে, জাতীয় স্বার্থ সবচেয়ে বেশি গুরুত্ব পাবে, তখনই এই ধরনের চুক্তির জন্য এগোবে দেশ।’ তাঁর কথায়, ‘যদি চুক্তি ভালো হয়, তাহলে ভারত সবসময় উন্নত দেশগুলির সঙ্গে বাণিজ্য সম্পর্ক গড়তে প্রস্তুত।’
আরও পড়ুন - Man's Genital Removed: ইনফেকশন হয়েছিল, যুবকের যৌনাঙ্গ কেটে বাদ দিল হাসপাতাল! ঠুকলেন মামলা
একে অন্যের থেকে কী চায়?
ভারত তার শ্রমনির্ভর পণ্যের জন্য কিছুটা বৃহত্তর বাজারে প্রবেশ করতে চাইছে। অন্যদিকে, আমেরিকা তার কৃষি পণ্যের জন্য শুল্ক ছাড় চায়। এই অবস্থায় দুই দেশের মধ্যে ধার্য অন্তবর্তী বাণিজ্য চুক্তি আগামী ৯ জুলাই শেষ হতে চলেছে। ৯ জুলাই পর্যন্ত ভারতের উপর শুল্ক চাপানোর ক্ষেত্রে স্থগিতাদেশ দিয়েছে মার্কিন প্রশাসন। তার পর ভারতের পণ্যে চড়া শুল্ক পণ্য চাপানো হতে পারে। দুই পক্ষই চেষ্টা করছে, তার আগে দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য সংক্রান্ত বোঝাপড়া চূড়ান্ত করে ফেলার।
আরও পড়ুন - Pune Rape Case News: ‘ধর্ষক’ সেলফি তোলেনি, নিজেই ছবি তুলে মুখ এডিট করেন তরুণী, পুণে কাণ্ডে নয়া মোড়
কোন কোন দেশের সঙ্গে আলোচনা চলছে?
কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রীর মন্তব্য নতুন করে ভারতের অনমনীয় অবস্থান স্পষ্ট করে দিল। ভারত যে নিজের স্বার্থের কথা মাথায় রেখেই চুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেবে, সেই কথা এই দিন পীযূষ গোয়েলের মন্তব্যে স্পষ্ট হয়ে যায়। এই দিন কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, ‘বিভিন্ন দেশের সাথে আলোচনা চলছে। ইউরোপিয়ান ইউনিয়ন, নিউজিল্যান্ড, ওমান, মার্কিন যুক্তরাষ্ট্র, চিলি বা পেরু অনেক দেশের সঙ্গেই চুক্তির বিষয়ে আলোচনা চলছে।’