মার্কিন ট্রেডিং ফার্ম জেন স্ট্রিটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল দেশের শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা সেবি। মার্কিন ট্রেডিং ফার্মের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে ভারতীয় শেয়ার বাজারে ট্রেডিং করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে বোর্ড। আর এই অভিযোগের ভিত্তিতে জেন স্ট্রিটের থেকে ৪৮৪৩ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ জারি করেছে সেবি। সেবির মতে, এই টাকা সংস্থা ভারতের বাজার থেকে অবৈধ উপায়ে উপার্জন করেছে।
সেবি-র নির্দেশে বলা হয়েছে, ‘জেন স্ট্রিট গ্রুপ সিকিউরিটি মার্কেট অ্যাক্সেস করতে পারবে না। সরাসরি বা ঘুরপথে শেয়ার কেনা, বেচা বা অন্য ধরনের ডিল করতে পারবে না।’ এর পাশাপাশি জেন স্ট্রিটের ব্যাপারে ব্যাঙ্কগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে। সেবি-র অনুমতি ছাড়া ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারবে না জেন স্ট্রিট। ওই মার্কিন ফার্মের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিগত বা জয়েন্ট, কোনও ধরনের অ্যাকাউন্টেই ডেবিট পরিষেবা দিতে পারবে না ব্যাঙ্কগুলি।সেবি-র দেওয়া রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত অপশনস সেগমেন্টে জেন স্ট্রিট ৪৪,৩৫৮ কোটি টাকা আয় করেছে। স্টক ফিউচার সেগমেন্টে ৭,২০৮ কোটি টাকার লোকসান হয়েছে।। একইভাবে ইন্ডেক্স ফিউচারসেও ১৯১ কোটি টাকা লোকসানের সম্মুখীন হয়েছে।। ক্যাশ সেগমেন্টও ২৮৮ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে এই মেয়াদে সব মিলিয়ে ৩৬,৬৭১ কোটি টাকা লাভ করেছে জেন স্ট্রিট।
সেবির তরফে অভিযোগ করা হয়েছে যে, জেন স্ট্রিট গ্রুপ বারংবার জটিল, উচ্চ ভলিউম কৌশল ব্যবহার করেছে। বিশেষ করে সাপ্তাহিক মেয়াদ শেষ হওয়ার দিনগুলিতে ব্যাঙ্ক নিফটি এবং নিফটি৫০ –এর অন্তর্নিহিত সূচকের স্তরগুলিকে প্রভাবিত করার জন্য ফার্মটি এই পদক্ষেপ নিয়েছে। এই কৌশলগুলি বিপুল সংখ্যার রিটেল অপশন ট্রেডারদের বিভ্রান্ত করেছে যারা বাজারের পারফর্ম্যান্স সম্পর্কে ধারণা করার জন্য এই সূচকটিকে ট্র্যাক করে থাকেন।জানা গিয়েছে, ভারতের ইকুইটি ডেরিভেটিভস মার্কেটে জেন স্ট্রিটের তরফে করা ট্রেডিংয়ের উপর কয়েক মাস ধরে তদন্ত করেছে সেবি। সেই তদন্তের পরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে দেশের শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থাটি মার্কিন ট্রেডিং কোম্পানিটির বিরুদ্ধে কড়া অবস্থান গ্রহণ করেছে।সেবি-র তদন্ত উঠে এসেছে ব্যাঙ্ক নিফটি-র ১২টি স্টকের উল্লেখযোগ্য অংশ কিনেছে এই সংস্থা। সেবি-র অভিযোগ এই সংখ্যক শেয়ার কেনার উদ্দেশ্যই হল, ওই সব শেয়ারের দামে প্রভাব তৈরি করা। যার জেরে নিজের লাভ ঘরে তুলত জেন স্ট্রিট।
জেন স্ট্রিট গ্রুপ কী?
জেন স্ট্রিট গ্রুপ হল বিশ্বের সবথেকে প্রভাবশালী ট্রেডিং সংস্থা। যা ইকুইটি, বন্ড, ইটিএফ এবং ডেরিভেটিভ নিয়ে কাজ করে। ব্লুমবার্গের একটি প্রতিবেদন অনুসারে, গত বছরেই এই সংস্থা ভারতের বাজার থেকে ২.৩ ট্রিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে। আর এই অবস্থায় সেবির এই কোপ এই সংস্থার ব্যবসাকেই যে শুধু প্রভাবিত করবে এমন নয়, বরং এটি সেই সমস্ত সংস্থাগুলির জন্যও একটি শক্তিশালী বার্তা যারা ভারতীয় বাজারে অত্যন্ত আক্রমণাত্মক কৌশলে ট্রেডিং করছে।