জন্ম থেকেই একেবারে সেলিব্রিটি রূপসা চট্টোপাধ্যায়ের ছেলে অগ্নিদেব। মা-বাবার সঙ্গে ছবি তোলা হোক বা ছোট ছোট হাতে পায়ে দুষ্টুমি, অগ্নিদেবের মজাদার ভিডিয়ো দেখতে ভালো লাগেনা এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। কিছুদিন আগেই অগ্নিদেবের অন্নপ্রাশন হলো ধুমধাম করে।
অগ্নিদেবের অন্নপ্রাশনে ছিল বিশাল আয়োজন। অনুষ্ঠানে অগ্নিদেবের গাড়ি করে ঢোকার মুহূর্ত হোক অথবা কৃষ্ণ সাজে অগ্নিদেবের মিষ্টি ছবি, সোশ্যাল মিডিয়ায় এখন শুধুই ভাইরাল রূপসার ছেলের ছবি। তবে আপনি কি জানেন শুধু অগ্নিদেব নয়, রূপসার ছেলে রয়েছে আরও বেশ কয়েকটি নাম।
আরও পড়ুন: শ্যুটিংয়ের ফাঁকেই কেক কাটিং, দুই কৌশিকের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন জয়া
আরও পড়ুন: গলায় পদ্মমালা, মাথায় মুকুট, দেবী লক্ষ্মীর বেশে বাসবদত্তা! কীসের শ্যুটিং সারলেন তিনি?
সম্প্রতি ছেলের বেশ কয়েকটি ছবি কোলাজ করে একটি ভিডিয়ো তৈরি করেন অভিনেত্রী। ভিডিয়ো তৈরি করার আসল উদ্দেশ্য হল অগ্নিদেবের যে কতগুলি নাম রয়েছে, সেটা জানানো। প্রথমেই সদ্যোজাত ছেলের ছবি পোস্ট করে লেখা, আমার নাম অগ্নিদেব।
তারপরেই মায়ের সঙ্গে অগ্নিদেবের ছবি দিয়ে লেখা, মা আমায় ডাকে ডুগ্গু বলে। বাবার কোলে ছোট্ট অগ্নির ছবির সঙ্গে লেখা জুনিয়র, অর্থাৎ ছেলেকে বাবা ডাকেন জুনিয়র বলে।
এরপরেই আসে দিয়া, অর্থাৎ পিসিমণির কথা। পিসিমণি আদরের ভাইপোকে ডাকে হিরো বাবু বলে। সবশেষে আসে ঠাম্মির পালা। ছোট নাতিকে ঠাম্মি আদর করে ডাকেন পুবলাই। এছাড়াও বাড়ির আরও সদস্যরা ভিন্ন ভিন্ন নামে ডাকে ছোট্ট আদিকে।
প্রসঙ্গত, ২০২৪ সালে সায়নদীপ সরকারের সঙ্গে বিয়ে সারেন রূপসা চট্টোপাধ্যায়। যদিও ২০২৩ সালে আইনি বিয়ে হয়ে গিয়েছিল। বিয়ের তিন মাসের মধ্যেই মা হয়েছিলেন অভিনেত্রী, যার ফলে সোশ্যাল মিডিয়া জুড়ে বেশ কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল অভিনেত্রীকে। যদিও তাতে বিন্দুমাত্র পাত্তা দেননি তিনি।
আরও পড়ুন: গায়ে লেপ্টে ভিজে শাড়ি, বৃষ্টিতে আগুন ধরালেন তন্বী! 'হট...', লিখলেন রাহুল
আরও পড়ুন: নতুন মেজাজে আসছে জি বাংলার 'সা রে গা মা পা'! কবে থেকে শুরু হবে সম্প্রচার?
কম বয়সে সন্তানের মা হওয়া হোক অথবা সন্তানকে গর্ভে ধারণ করার পর সামাজিক বিয়ে, সবকিছুই মাথা উঁচু করে গ্রহণ করেছেন অভিনেত্রী। কটাক্ষ বা উপহাসকে পিছনে ফেলে আজ একমাত্র ছেলেকে নিয়ে বেশ ভালোই আছেন রূপসা।