Emraan Hashmi on Aishwarya: KWK-র প্রশ্নোত্তর পর্বে নিয়মানুযায়ী ইমরানকে কয়েকটি শব্দ বলেন করণ। শব্দগুলি শোনার পর বলিপাড়ার যে তারকার কথা প্রথমে মনে আসবে সেই নামই জবাবে বলতে হত ইমরানকে। করণ যখন ‘প্লাস্টিক’ শব্দটি উচ্চারণ করে ইমরানের দিকে তাকান, তখন অভিনেতা চটজলদি ঐশ্বর্যর নাম উল্লেখ করেন।
ঐশ্বর্যকে ব্যঙ্গ করে বিপাকে ইমরান
আট থেকে আশি বুঁদ হয়েছে নীল নয়না সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের রূপে। যে অভিনেত্রীর অভিনয়ের পাশাপাশি সৌন্দর্যেরও প্রশংসা করেন সকলে, সেই অভিনেত্রীর সৌন্দর্যকে তুড়ি মেড়ে উড়িয়ে ‘প্লাস্টিক’ তকমা দিয়ে বসেছিলেন বলি অভিনেতা ইমরান হাশমি। তবে তাঁকেই নাকি ‘প্লাস্টিক বিউটি’ বলে বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন অভিনেতা ইমরান হাসমি। তাঁকে শুনতে হয়েছিল নানা কটুকথা।
বলিপাড়ার প্রথম সারির প্রযোজক করণ জোহরের সঞ্চালনায় ‘কফি উইথ করণ’ যতটা জনপ্রিয়, ততটা বিতর্কিতও বটে। ২০১৪ সালে এই শোয়ের চতুর্থ পর্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইমরান হাশমি এবং পরিচালক মহেশ ভাট। শো চলাকালীন অতিথিদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্ব চালান সঞ্চালক করণ। দুই অতিথির মধ্যে যিনি ভালো উত্তর দেন বিজয়ী হিসাবে তাঁকে বিশেষ উপহার দেওয়ার নিয়ম রয়েছে এই শোয়ে। এই প্রশ্নোত্তর পর্বে ইমরানের জবাবকে ঘিরেই শুরু হয় বিতর্ক এবং সমালোচনা। আরও পড়ুন: প্রথমবার সামনে আনলেন সদ্যোজাতর ছবি, ছেলের নাম কী রেখেছেন, জানালেন বিক্রান্ত-শীতল
প্রশ্নোত্তর পর্বে নিয়মানুযায়ী ইমরানকে কয়েকটি শব্দ বলেন করণ। শব্দগুলি শোনার পর বলিপাড়ার যে তারকার কথা প্রথমে মনে আসবে সেই নামই জবাবে বলতে হত ইমরানকে। করণ যখন ‘প্লাস্টিক’ শব্দটি উচ্চারণ করে ইমরানের দিকে তাকান, তখন অভিনেতা চটজলদি ঐশ্বর্যর নাম উল্লেখ করেন। সেই শোয়ে মহেশকে ‘ডাকাত’ বলেও উল্লেখ করেন ইমরান। আরও পড়ুন: ‘ব্যর্থতা শিখিয়ে গিয়েছে..’, ‘লাল সিং চাড্ডা’র ফ্লপ নিয়ে চমকে যাওয়া মন্তব্য আমিরের