বাংলা নিউজ > বায়োস্কোপ > Don 3 Update: ডন ৩-এ শাহরুখকে আগেই সরিয়েছেন রণবীর সিং! ফারহানের সিনেমার শ্যুটিং শুরু কবে
পরবর্তী খবর
Don 3 Update: ডন ৩-এ শাহরুখকে আগেই সরিয়েছেন রণবীর সিং! ফারহানের সিনেমার শ্যুটিং শুরু কবে
1 মিনিটে পড়ুন Updated: 04 Feb 2024, 06:38 AM ISTTulika Samadder
ডন ফিভার খুব জলদিই বাড়বে। যদিও শাহরুখকে ছাড়া তা একটু হলেও ফিকে। তবে রণবীর সিং-এর উপরে ১০০ শতাংশ ভরসা রেখেছেন পরিচালক ফারহান আখতার।
কবে থেকে শুরু ডন ৩-এর শ্যুট?
ফারহান আখতারের বহুল প্রত্যাশিত ছবি, ‘ডন ৩’ মার্চ মাস থেকে তার প্রি প্রোডাকশনের কাজ শুরু করতে চলেছে। ক্রুরা অগস্টে শুটিং শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছে ৷ আর ডন ৩ এর প্রি-প্রোডাকশন এবং শুটিং শিডিউল সম্পর্কে খবর মিলতেই যারপরনাই উত্তেজিত অনুরাগীরা। জানা গেছে, ছবিটি বর্তমানে কাস্টিং পর্যায়ে রয়েছে।
ডন ফ্র্যাঞ্চাইজির গত দুটো ছবিতে শাহরুখ খানকে দেখা গিয়েছিল নাম ভূমিকায়। তবে এবার কিং খানকে সরিয়ে সেই জায়গায় আসছেন রণবীর সিং। এই খবর অনেক কিং খান অনুরাগীরই পছন্দ হয়নি একেবারে। তাদের ধারণা, শাহরুখ-ক্যারিশ্মা ছাড়া ডন ৩ পর্দায় বাস্তবায়িত করা অসম্ভব। ডন হিসেবে শাহরুখ ছাড়া কাওকেই মানতে রাজি নন তাঁরা।
এদিকে পরিচালক ফারহান আবার সাফ জানিয়ে দিয়েছেন, ‘আমি কাউকে রিপ্লেস করার অবস্থায় নেই। আমরা বিগত কয়েক বছর ধরেই বিষয়টা (ডন ৩ সিনেমা) নিয়ে কথা বলেছি, আমি গল্পটাকে একটা নির্দিষ্ট দিকে নিয়ে যেতে চাই কিন্তু আমাদের দুজনের মতের মিল হচ্ছিল না। তাই সব দিক বিবেচনা করে, ভালোর জন্যই আমরা দুজনে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিই।’
ডন হিসেবে রণবীর সিং-এর উপর তাঁর অগাধ বিশ্বাসও ফুটে উঠেছে একাধিক সাক্ষাৎকারে। তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘ও এতটাই প্রাণবন্ত যে ওর উপরে আমাদের পুরো ভরসা আছে। অভিনেতা হিসেবে এই সিনেমায় অনেক কিছু করে দেখানোর সম্ভাবনা আর সুযোগ দুটোই রয়েছে। আমার বিশ্বাস রণবীর পারবে। দর্শকদেরও পছন্দ হবে সিনেমাটি।’
অবস্য কাস্টিংয়ের সমস্যার কারণে ঝুলে রয়েছে ফারহানের অপর সিনেমা জি লে জারা। এই ছবিতে কাজ করার কথা ছিল প্রিয়াঙ্কা চোপড়া, আলি ভাট ও ক্যাটরিনা কাইফের। এবার খবর, ছবির গল্প নিয়ে মতের অমিল হয়েছে প্রিয়াঙ্কার সঙ্গে। তাই আপাতত এই ছবিটিও চলে গিয়েছে হোল্ডে। কাকতালীয়ভাবে, ডন শাহরুখকে এতদিন রোম্যান্স করেছিলেন প্রিয়াঙ্কাই। তবে রণবীরকে ‘ডন ৩’-এ কোন নায়িকা যোগ দেবেন, সেটা এখনও স্পষ্ট নয়।