Dolon Roy-Dipankar Dey: মা হওয়ার ইচ্ছেপ্রকাশ দোলনের, কী প্রতিক্রিয়া এল ২৬ বছরের বড় দীপঙ্করের থেকে?
Updated: 02 Feb 2023, 05:13 PM ISTএক বাংলা টক শো-তে এসে এই নিয়ে কথা বলেছিলেন দোলন। জানিয়েছিলেন মেয়ের মা হওয়ার শখ তাঁর রয়েছে। তখন পাশেই বসেছিলেন দীপঙ্কর।
বার্ধক্য যে প্রেমে ছাপ ফেলে না তা বারংবার প্রমাণ করেছেন দীপঙ্কর দে আর দোলন রায়। বয়সের ফারাক ২৬ বছরের। কিন্তু মনের-প্রাণের মিল দেখে তা বোঝা দায়। ২২ বছর লিভইনের পর ২০২০ সালের জানুয়ারি মাসে আইনি মতে বিয়ে সারেন তাঁরা।
পরবর্তী ফটো গ্যালারি