মহামিছিলে এদিন যোগ দিলেন দিতিপ্রিয়া রায়। সেখান থেকে একাধিক ছবি ভিডিয়ো এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। একই সঙ্গে এই ঘটনা নিয়ে তাঁর কী মতামত সেটাও জানাতে দেখা যায়। নির্যাতিতার হয়ে বিচার চেয়ে কী বললেন তিনি?
আরও পড়ুন: রবিতে পুজোর শপিং নয়, 'We want justice' স্লোগানে মিছিলে মিছিলে ফের উত্তাল হল তিলোত্তমা
আরও পড়ুন: 'থ্রেট কালচারের গালে জুতো...' অরিজিতের গান এবার প্রতিবাদীদের কণ্ঠে, সুরে সুরেই প্রশ্ন উঠল 'আর কবে'?
আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে কী বললেন দিতিপ্রিয়া?
দিতিপ্রিয়া রায়কে এদিন তাঁর সহনাগরিক, সহকর্মীদের সঙ্গে মহামিছিলে পা মেলাতে দেখা যায়। সেই মিছিলে হাঁটতে হাঁটতেই এদিন সাংবাদিকদের অভিনেত্রী বলেন তিনি এই ঘটনার পর ভয়ে কাঁটা হয়ে আছেন। তাঁর কথায়, 'আমি আর কিছুই চাই না এখন। মাথায় কিছুই আসছে না যতক্ষণ না সুবিচার মিলছে। আজ যদি এটা আমার সঙ্গে ঘটে আমার বাবা মা কতদিন লড়তে পারবেন আমার জন্য?' ২৩ দিন পেরিয়ে গেল, তাও কেন বিচার পাচ্ছেন না নির্যাতিতা প্রশ্ন তোলেন অভিনেত্রী। তাঁর কথায়, 'সত্যিই জানি না কতদিন ধরে লড়ে যেতে হবে, কবে বিচার আসবে!'
তিনি এদিন আরও বলেন, 'রাত দখলের রাতেও আমি ভিড়ের মধ্যেই ছিলাম। আজও আমি সাধারণ মানুষের সঙ্গে পথে নেমেছি নির্যাতিতার বিচার চেয়ে। আমার আলাদা কোনও পরিচয় নেই। এটা মনুষত্বের লড়াই।'
প্রসঙ্গত আরজি করের বিচার চেয়ে রবিবার, ১ সেপ্টেম্বর পথে নামল শয়ে শয়ে মানুষ। এদিন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের ডাক দেওয়া হয়েছিল আমরা তিলোত্তমা দলের তরফে। সেখানে একাধিক তারকাকে দেখা যায়। তবে কেবল মহামিছিল নয়। শহর থেকে বাংলার বিভিন্ন প্রান্তে এদিন মিছিল বের করা হয়েছে নির্যাতিতার বিচার চেয়ে। বেহালা, গোলপার্ক, গড়িয়াহাট, রাসবিহারী, ভবানীপুর, নন্দন, ব্যারাকপুর, চুঁচুড়া, বারুইপুর, বর্ধমান, সোনারপুর, ইছাপুর, নৈহাটি, ইত্যাদি জায়গাতেও মিছিল, জমায়েত, সমাবেশ চলে। এদিন কলকাতার একাধিক স্কুলের প্রাক্তনীরাও বিভিন্ন জায়গায় মিছিল করেছে।
আরও পড়ুন: মিছিল - জমায়েতে আটকে রইল না, যতদিন না বিচার মিলছে ধর্মতলায় ধর্নার ডাক শোভনদের
মহামিছিলে এসে একে একে যোগ দিয়েছেন অপর্ণা সেন, সৃজিত মুখোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, উষসী চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায় প্রমুখের মতো তারকারা। না, কেবল তারকারা নন। এদিন বিপুল সংখ্যায় পথে নেমেছেন সাধারণ মানুষ। কেবল বড়রা নয়। এদিন মিছিলে পা মেলাতে দেখা গিয়েছে বহু খুদেকেও। যোগ দিয়েছেন রূপান্তরকামী নারীরাও। সকলেরই একটাই দাবি আরজি করের নির্যাতিতার বিচার চাই। আর We want justice এ দাবি থেমে নেই। এবার সেটা We Demand Justice এ পরিণত হয়েছে। ক্ষোভে ফুটছে আম আদমি।