অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ তাঁর পরবর্তী ছবি বর্ডার ২-এর শ্যুটিং শেষ করেছেন। সম্প্রতি দিলজিৎকে তাঁর সহ-অভিনেতা বরুণ ধাওয়ান এবং আহান শেট্টির পাশাপাশি, পুরো ছবির কলাকুশলীদের লাড্ডু খাওয়াতে দেখা গেল। বর্ডার ২-এর শ্যুট শেষের মুহূর্ত উদযাপন করলেন দিলজিৎ দোসাঞ্জ
দিলজিৎ শনিবার ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করে নিয়েছেন। ভক্তদের সেই মুহূর্তের এক ঝলক দেখিয়েছেন, যখন তিনি তাঁর সিনেমার শুটিং শেষ করেছেন। ভিডিয়োতে দিলজিৎকে তাঁর সহ-অভিনেতা বরুণ ও আহানের সঙ্গে আনন্দ করতে দেখা গেল। বর্ডার' সিনেমার 'সন্দেশা আতে হ্যায়' গানটিওগাইতে দেখা গেল তাঁকে।
ভিডিয়োটি শুরু হয় যখন দিলজিৎ এক বাক্স লাড্ডু নিয়ে আসে এবং খেলাচ্ছলে বরুণকে খাওয়ায়, তারপরে দুজনের মধ্যে উষ্ণ আলিঙ্গন হয়। তারপরে তিনি আহানের সঙ্গে দেখা করতে যান এবং তাঁকেও একটি লাড্ডু খাওয়ান। ভিডিয়োতে দেখা যায় যে, তাঁরা আলিঙ্গনও করেছেন।
ক্লিপটিতে দেখা যাচ্ছে দিলজিৎ সেটে বাচ্চাদের সঙ্গেও লাড্ডু ভাগ করে নিচ্ছেন, যারা মিষ্টি হাতে পেয়ে আনন্দে নাচছে। সবশেষে লাড্ডুর বাক্সটি নিজের টিমের হাতে তুলে দেন দিলজির। ভিডিয়োটি শেষ হয় দিলজিৎ তাঁর গাড়িতে বসে আছেন, ভক্ত এবং ক্রু সদস্যরা বাইরে ভিড় করছেন, সবাই তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য হুড়োহুড়ি করছেন দেখিয়ে।
ভিডিয়ো পোস্ট করে দিলজিৎ লিখেছেন, 'বর্ডার টু শ্যুট ফিনিশ'। সঙ্গে নিশ্চিত করেছেন যে, তিনি ভারতীয় বিমান বাহিনীর একজন অফিসার নির্মল জিৎ সিং সেখনের ভূমিকায় অভিনয় করছেন, যাকে মরণোত্তর পরমবীর চক্র প্রদান করা হয়েছিল।
বর্ডার ২ সম্পর্কে:
দিলজিৎ সম্প্রতি বর্ডার ২ এর শুটিংয়ে যোগ দিয়েছিলেন। বিগত কয়েকমাস ধরে দিলজিৎকে বয়কট করার ডাক গোটা দেশ-জুড়ে। পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে জুটি বেঁধে 'সরদারজি থ্রি' সিনেমায় অভিনয় করায় এই বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। এমনকী এই কারণে বর্ডার ২ থেকে দিলজিৎকে বাদ দেওয়া হবে বলেও খবর রটেছিল। তবে দিলজিৎ এই মাসের গোড়ার দিকে শ্যুটের সময়কার ছবি শেয়ার করে নিশ্চিত করেন, মোটেও পড়ছেন না বাদ।
বর্ডার ২ হল ১৯৯৭ সালের ব্লকবাস্টার বর্ডারের সিক্যুয়েল। ছবিটি পরিচালনা করেছেন অনুরাগ সিং। সানি দেওল, বরুণ ধাওয়ান ও আহান শেট্টির সঙ্গে এই ছবিতে যোগ দিয়েছিলেন দিলজিৎ। নির্মাতারা যদিও ছবির গল্প নিয়ে এখনো মুখে কুলুপ এঁটে রয়েছেন। তবে মনে করা হচ্ছে ছবিটি ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধকে ঘিরে আবর্তিত হবে। বর্ডার ২ মুক্তি পাবে ২০২৬ সালে।