একুশে জুলাইয়ের আগে থেকেই বেশ কিছু গুঞ্জন কানে আসছিল। শোনা যাচ্ছিল বিজেপি থেকে অনেকেই তৃণমূলে যোগ দেবেন। মাঝে এও রটে গিয়েছিল যে দিলীপ ঘোষ নাকি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন। দীঘার জগন্নাথ মন্দিরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে দিলীপকে দেখেই যে এমন গুঞ্জন তৈরি হয়েছিল তা বলাই বাহুল্য। তবে তা যে সত্যি গুঞ্জন ছিল তা তো ইতিমধ্যেই সকলে জেনে গিয়েছেন। তবে এই সব কিছুর মধ্যে মঙ্গলবার দিলীপের নিশানায় সাংসদ দেব।ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রীতিমতো খোঁচা দিলেন নায়ককে। দিলীপের মতে নানা চাপের মুখে পড়েই দেব বাধ্য হচ্ছেন বার বার ভোটে দাঁড়াতে।
আরও পড়ুন: ফের তৃণমূলে যোগ দিলেন রূপাঞ্জনা! 'মনে হচ্ছে স্বর্গ…' , ঘর ওয়াপসি পর বললেন নায়িকা
সংবাদ প্রতিদিনের একটি সাক্ষাৎকারে দিলীপকে বলতে শোনা গিয়েছে, ‘দেব প্রতিবার নির্বাচনের আগে বলেন, ‘এবার যদি ঘাটাল সমস্যার সমাধান না করি, তাহলে রাজনীতি ছেড়ে দেব’। আবার ভোটে দাঁড়ান। আবার ওখানকার মানুষজন তাঁকে ভোট দেন। মেদিনীপুরের ছেলে, ভালো ছেলে। কিন্তু এরকম অকর্মণ্য ভালো ছেলে কী হবে? ছেলে কোনও কাজে নেই।’
এরপরই দিলীপ জানান একপ্রকার চাপের মুখে পড়েই নাকি দেব বাধ্য হচ্ছেন রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে। বিজেপি নেতার কথায়, ‘কার চাপে সে রাজনীতি করছে? কেন বার বার ভোটে দাঁড়িয়ে ঘাটালের লোকজনকে ধোঁকা দিচ্ছে? ঘাটালের মানুষজন এটুকু দাবি করতে পারেন না যে, 'তুমি আমার বাড়ির ছেলে, আমরা বাড়ি থেকে বের হলে কোমর জলে হাঁটতে হয়। ওই জলেই বাচ্চাদের স্কুলে যেতে হয়। ছ'মাস জলে থাকতে হয়।' ওঁর কোনও কাজ নেই। দম থাকলে রিজাইন করে দেখান। মেদিনীপুরের লোকের মেরুদন্ড থাকে, তাঁরা চামচাগিরি করে না। মেদিনীপুরের লোকেরা এরকম হতে পারে না।'
আরও পড়ুন: ২১-এর মঞ্চে অসুস্থ শতাব্দী, শত্রুঘ্ন, মদনরা! তড়িঘড়ি নিয়ে যাওয়া হল হাসপাতালে, এখন কেমন আছেন তাঁরা?
দিলীপের মুখে এই কথা শুনে সাংবাদিকদের পক্ষ থেকে তাঁর দিকে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয় যে, তবে কি সত্যি ব্ল্যাকমেল করে দেবকে রাজনীতি করতে বাধ্য করা হচ্ছে? এর জবাবে নেতা সম্মতি জানিয়ে বলেন, ‘অবশ্যই, ব্ল্যাকমেল করে রাজনীতি করানো হচ্ছে। তাঁকে গরু পাচারের জন্য যে ডাকা হয়েছিল, সেখানে তৃণমূলের লোকেরাই তাঁর বিরুদ্ধে এই ষড়যন্ত্র করেছিল। প্রত্যেকবার তাঁকে বলা হয়, তুমি যদি ভোটে না দাঁড়াও তাহলে তোমার সিনেমা বন্ধ করে দেব। প্রোডাকাশন হাউজ বন্ধ কররে দেব। ফলে সে বাধ্য হয়ে করছে। মেদিনীপুরের লোক একবার মুড়ি খেয়ে, পান্তা খেয়ে বেঁচে থাকে, মাথা নীচু করে না।'
শেষে দেবকে পরামর্শ দেওয়ার ভঙ্গিতে দিলীপ বলেন, 'চোরেদের কাছে মাথা নত করো না দম থাকলে বেরিয়ে এসো।’