বাংলা নিউজ > বায়োস্কোপ > Didi No 1-Devdut Ghosh: 'যদি আরামে থাকতে চাও...' স্ত্রীকে পাশে নিয়ে শান্তিতে থাকার কোন মন্ত্র দিলেন দেবদূত?
পরবর্তী খবর
Didi No 1-Devdut Ghosh: 'যদি আরামে থাকতে চাও...' স্ত্রীকে পাশে নিয়ে শান্তিতে থাকার কোন মন্ত্র দিলেন দেবদূত?
1 মিনিটে পড়ুন Updated: 06 Nov 2023, 10:50 PM ISTSubhasmita Kanji
Didi No 1-Devdut Ghosh: দিদি নম্বর ১ স্ত্রীকে নিয়ে খেলতে এসেছিলেন দেবদূত ঘোষ। সেখানে এসেই তিনি জানালেন শান্তিতে থাকার মন্ত্র।
স্ত্রীকে পাশে নিয়ে শান্তিতে থাকার কোন মন্ত্র দিলেন দেবদূত?
ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন দেবদূত ঘোষ। তিনি একাধিক ছবিতেও কাজ করেছেন। এবার তিনি তাঁর স্ত্রীকে নিয়ে খেলতে আসছেন দিদি নম্বর ১ এ। সেখানে এসেই তিনি সকলকে জানাবেন ভালো থাকার, শান্তিতে থাকার মন্ত্র।
দিদি নম্বর ১ এ কী বললেন দেবদূত?
জি বাংলার তরফে সদ্যই দিদি নম্বর ১ এর একটি প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে শুরুতেই দেবদূত ঘোষকে কথা বলতে শোনা যাচ্ছে। তিনি প্রথমেই বলে ওঠেন, 'যদি ভালো থাকতে চাও, শান্তিতে থাকতে চাও তাহলে বউয়ের কথা শুনে চলবেন সবাই। সে যা বলবে তাতেই হ্যাঁ বলবে, সে ঠিক হোক বা ভুল।' এটা শুনেই সকলে হেসে ওঠেন। তারপর তিনি একটি উদাহরণ দিয়ে বোঝান যে তিনি কীভাবে তাঁর স্ত্রীর কথা মেনে চলেন সংসারের যে কোনও সমস্যা এড়াতে।
দেবদূত এরপর জানান তাঁর স্ত্রী একদিন তাঁকে মাছ আনতে বললে তিনি পচা মাছ আনেন। অভিনেতার কথায়, ' সেদিন রাতে সবে শুট শেষ হয়েছে, রাত ১০টা হবে, তখন ও ফোন করে বলে রাতে মাছ এনো। ভাবছি এখন কোথায় মাছ পাব এদিকে না গেলেও নয়। তখন গড়িয়াহাট গেলাম যেহেতু ওটা অনেক রাত পর্যন্ত খোলা থাকে। আমায় দেখেই বলেন আরে দাদা এই তো দোকান বন্ধ করে দিচ্ছিলাম। তখন সে বরফ থেকে আবার এক কিলো পারসে মাছ দিয়ে দিল। পরদিন ঘুম থেকে উঠে দেখি সারা ঘরে পচা মাছের গন্ধ। তখন ওই হাফ প্যান্ট পরেই ঘর থেকে বেরিয়ে যাই, স্নান করে ফ্রেশ হয়ে বেরোনোর এর স্কোপ ছিল না। বাঁচতে চাইলে তখনই পালাতে হতো।' দেবদূতের এই গল্প শুনে সকলেই হেসে ফেলেন।