কিয়ারা আডবানী এবং সিদ্ধার্থ মালহোত্রা কয়েকদিন আগেই কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন। কিয়ারা এবং সিদ্ধার্থ পাপারাৎজিদের কাছে তাঁদের মেয়ের ছবি না তোলার জন্যও বিশেষ অনুরোধ করেছিলেন। কিন্তু এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সদ্যজাতর ছবি?
কী ঘটেছে?
একটি ছবি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যেখানে কিয়ারা, সিদ্ধার্থের কোলে একটি শিশুকে দেখা গিয়েছে। আর তাঁদের সঙ্গে দেখা মিলেছে সলমন খানের। আর এই ছবি প্রকাশ্যে আসতেই সকলে ভেবেছেন যে এটা নিশ্চয়ই কিয়ারা-সিদ্ধার্থের মেয়ের ছবি। কিন্তু পাপারাৎজিদের অনুরোধ করে শেষে নিজেরাই এত তাড়াতাড়ি মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন? তা নিয়ে ব্যপক চর্চাও শুরু হয়েছে সামজমাধ্যমে। কিন্তু এটা আদৌও কি তাঁদের মেয়ের ছবি? সত্যটা কি জানেন?
আরও পড়ুন: কিং-এর সেটে দুর্ঘটনা, আহত শাহরুখ! তড়িঘড়ি আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে বাদশাকে?
সত্যটা কী?
এই ছবিটি একটি ভুয়ো ছবি, এডিট করা। এই ছবিটি সলমন খানের ফ্যান ক্লাব শেয়ার করেছে। কিয়ারা কন্যার ছবি বা কোনও ঝলক এখনও প্রকাশ্যে আসেনি। ভক্তরা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ঠিকই। তবে যতক্ষণ না তাঁরা নিজেরা মেয়ের ছবি শেয়ার করেছেন ততদিন এই অপেক্ষা জারিই রাখতে হবে।
আরও পড়ুন: বাবাকে দিয়ে প্যাড কেনাতে পারব না দাবি মমতার, ‘এত আধুনিক হইনি যে...’
প্রসঙ্গত, তারকারা বেশিরভাগ ক্ষেত্রেই অনেক দিন পর্যন্তই তাঁদের সন্তানদের লাইমটাইট থেকে দূরে রাখেন। যেমন রণবীর এবং আলিয়াও তাঁদের মেয়ের মুখ দেখাননি প্রথমদিকে। তারপর রাহার ১ বছর বয়সে পাপারাৎজিদের সামনে মেয়েকে নিয়ে আসেন। তবে, তাঁরা আবার পাপারাৎজিদের ছবি তোলার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনও এখনও পর্যন্ত মেয়ে ‘দুয়া’র মুখ দেখাননি। বরুণ ধাওয়ানও তাঁর মেয়েকে সোশ্যাল মিডিয়া এবং পাপারাৎজিদের থেকে দূরে রেখেছেন।
আরও পড়ুন: ভোটে দাঁড়াবেন সায়ক? ‘আমার দায়িত্ব…’, রাজনীতিতে যোগ দেওয়া প্রসঙ্গে যা বললেন নায়ক
কাজের সূত্রে কিয়ারাকে ‘ওয়ার ২’-তে দেখা যাবে। যা ১৪ আগস্ট মুক্তি পাবে। ছবিতে কিয়ারার সঙ্গে জুটি বেঁধেছেন জুনিয়র এনটিআর এবং হৃতিক রোশন।
আরও পড়ুন: জনপ্রিয় বাঙালি অভিনেত্রীকে ভালোবেসে বিয়ে করেছিলেন কে কে মেনন! জানেন তিনি কে?
সিদ্ধার্থের নতুন কাজও আসছে। তাঁকে ‘পরম সুন্দরী’তে দেখা যাবে। এই ছবিতে সিদ্ধার্থের সঙ্গে জাহ্নবী কাপুরকে জুটি বাঁধতে দেখা যাবে। এই ছবিটি ২৫ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে।