হার্দিক পান্ডিয়ার বোলিংয়ের সুবাদে শনিবার বার্বাডোজে রোমাঞ্চকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নিশ্চিত করল ভারত। ম্যাচ শেষে হার্দিক কেঁদে ফেলেন, ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভারত তাদের প্রথম আইসিসি খেতাব জিতল। ম্যাচ শেষে হার্দিকের কিছু ফোটো আর ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে দেখা গিয়েছিল তিনি কাওকে ভিডিয়ো কল করছেন।
হার্দিক পান্ডিয়ার ছবি নিয়ে ইন্টারনেটের প্রতিক্রিয়া:
ছবিতে দেখা যাচ্ছে, হার্দিক মাঠে বসে ফোনে ভিডিয়ো কলে কারও সঙ্গে কথা বলছেন। একটি ইনস্টাগ্রাম পোস্টের মন্তব্য বিভাগে ভক্তদের সঙ্গে ম্যাচের পরে ক্রিকেটার কার সঙ্গে কথা বলেছিলেন, সে সম্পর্কে তাদের মতামত ভাগ করে নিয়েছে। যদিও একটি অংশ মনে করে যে, এটি নাতাশা হতে পারে। অনেক ভক্ত মনে করেন যে হার্দিক তার মা বা তার ভাই, ক্রিকেটার ক্রুনাল পান্ডিয়াকে ভিডিয়ো কল করেছিলেন।
আরও পড়ুন: ইন্ডিয়া টি ২০ ওয়ার্ল্ড কাপ জিততেই পথে সৃজিত, সাধারণের ভিড়ে মিশে নাড়ালেন পতাকা
ম্যাচের পর হার্দিক কাকে ফোন করেছিল? এই পোস্টের উত্তরে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লেখেন, ‘নাতাশা?’ আরেকজন প্রশ্ন করেন, ‘নাতাশা স্ট্যানকোভিচ হতে পারে। তাই না?’ আরেকজন লিখেছেন, ‘নিশ্চয়ই তার মা’। অন্য একজন লিখেছেন, ‘আমার মনে হয় তাঁর মা বা ক্রুনাল পান্ডিয়া। হার্দিক একবার বলেছিল, প্রতি ম্যাচের পর সে প্রথমে তার ভাই ক্রুণালকে ফোন করে’। কেউ আবার মন্তব্য করেছেন, ‘তার পিআর টিম?’
তবে নাতাশার ইনস্টাগ্রামে শনিবারের ভারতের জয় নিয়ে কোনও পোস্ট আসেনি এখনও পর্যন্ত। না ইনস্টাগ্রামের ওয়ালে না স্টোরিতে, কোথাও কোনও উল্লেখ নেই। এক্কেবারে চুপ হয়ে গিয়েছেন যেন হার্দিক-পত্নী।
আরও পড়ুন: ‘মেয়ের বড় চিন্তা ছিল…’! মাঠে কাঁদছে বিরাট-রোহিত, ভামিকার মনের কথা লিখল অনুষ্কা
অগস্ত আর নাতাশার সম্পর্ক:
নাতাশা এবং হার্দিক ২০২০ সালের ৩১ মে বিয়ে করেছিলেন এবং সেই বছরের ৩০ জুলাই তাদের প্রথম সন্তান, পুত্র অগস্ত্যকে স্বাগত জানিয়েছিলেন। এরপর ২০২৩ সালে দুজনে সামাজিক বিয়ে করেন উদয়পুরে। খ্রিস্টান আর হিন্দু রীতিতে হয়েছিল বিয়ের নিয়ম কানুন। তবে ২০২৪ সালের মে মাসে, একটি রেডিট পোস্ট দৃষ্টি আকর্ষণ করেছিল যে সার্বিয়ান মডেল এবং অভিনেতা, যিনি ক্রিকেটারকে বিয়ে করার পরে বলিউড ছেড়ে দিয়েছিলেন, তার স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেছেন। ইনস্টাগ্রামে নিজের নামের থেকে পান্ডিয়া উপাধিও মুছে ফেলেছেন। এমনকী, বিয়ের ছবিও আর দেখা যাচ্ছে না নাতাশার সোশ্যাল পোস্টে।
আরও পড়ুন: ‘আমার জন্য তোর আত্মত্যাগ…’! ২৭ বছরের ছোট, শ্রীময়ীর জন্মদিনে ভালোবাসি লিখল কাঞ্চন
প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই আইপিএল ২০২৪-এ হার্দিকের পারফরম্যান্সের জন্য ট্রোলড হয়েছিলেন নাতাশা। আইপিএল ২০২৪-এ মুম্বই ইন্ডিয়ান্সের খারাপ পারফরমেন্সের কারণে নাতাশার ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট সেকশনে তাঁর বিরুদ্ধে অপমান ও অবমাননাকর মন্তব্যের বন্যা বয়ে যায়।