শনিবার টানটান ম্যাচে টি ২০ ওয়ার্ল্ড কাপ জিতে নিল টিম ইন্ডিয়া। ভারতের হাতে ট্রফি ওঠার আনন্দে এদিন শান্তির ঘুম এসেছে দেশবাসীর মনে। ২০২৩ সালে যে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ জেতার আনন্দ অধরাই রয়ে গিয়েছিল। তবে সেই খেদ মিটল। টিম ইন্ডিয়া ঘুরে দাঁড়ায় ২০২৪-এর টি-২০ বিশ্বকাপে। ওয়ান ডে বিশ্বকাপের মতোই আগাগোড়া দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দিয়ে ফাইনালে পৌঁছয় ভারতীয় দল। আর এবারে আর ফিরতে হল না খালি হাতে।
প্রাক্তন সংবাদিক, জনসংযোগ আধিকারিক ইন্দ্রনীল রায় শনিবার মধ্যরাতেই বেশ কিছু ছবি ভিডিয়ো শেয়ার করে নেন টুইটারে। যাখানে দেখা গেল সৃজিত মুখোপাধ্যায়কে। টলিউডের খ্যাতনামা পরিচালক রাতেই নেমে পড়েছেন রাস্তায়। দেখা গেল ভারতের জাতীয় পতাকা হাতে মিশে গিয়েছেন সাধারণের সঙ্গে। মুখে হাসি, চারদিকে বাজি ফাটছে। এমনকী, ভক্তদের আবদারে সেই উদযাপনের সেলফিও তুলছেন। ইন্ডিয়া ইন্ডিয়া চিৎকার পুরো ভিডিয়ো জুড়ে।
আরও পড়ুন: ‘মেয়ের বড় চিন্তা ছিল…’! মাঠে কাঁদছে বিরাট-রোহিত, ভামিকার মনের কথা লিখল অনুষ্কা
কতগুলো ছবিও পোস্ট করেন তিনি। যেখানে সৃজিতের কোলে ইন্দ্রনীলের সৎ মেয়ে ‘বুবলু’।
আরও পড়ুন: ‘এমন মানুষ, যে শো অফ করতে বেশি পছন্দ করে’! ফের শাহরুখকে নিয়ে বিস্ফোরক অভিজিৎ
শনিবার টি-২০ বিশ্বকাপ ফাইনালে শুরুতে ব্যাট করে ভারত ৭ উইকেটে ১৭৬ রান তোলে। বিরাট কোহলি দলের হয়ে সব থেকে বেশি ৭৬ রান সংগ্রহ করেন। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে ১৬৯ রানে আটকে যায়। ৭ রানে ম্যাচ জেতে ভারত। শেষ পর্যায়ে এসে, আশঙ্কা তৈরি হয়েছিল, হেরে না যায় টিম রোহিত। তবে মোড় ঘুরিয়ে দেয় ডেভিড মিলারের ক্যাচ, যা নিয়েছিলেন সূর্যকুমার যাদব। ২০ তম ওভারে সূর্যের এই ক্যাচই ভারতের হাতে তুলে দিয়েছে ট্রফি।
আরও পড়ুন: ‘আমার জন্য তোর আত্মত্যাগ…’! ২৭ বছরের ছোট, শ্রীময়ীর জন্মদিনে ভালোবাসি লিখল কাঞ্চন
এদিকে ভারতের জয়ের পর শুভেচ্ছা জানিয়ে পোস্ট এল মোদীর তরফ থেকে। ভারতের প্রধানমন্ত্রী লিখলেন, ‘বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম ইন্ডিয়াকে সমস্ত দেশবাসীর তরফে অনেক অনেক অভিনন্দন। আজ ১৪০ কোটি দেশবাসী আপনাদের দুরন্ত প্রদর্শনে গর্ব অনুভব করছে। খেলার মাঠে আপনারা বিশ্বকাপ জিতেছেন। তবে ভারতের প্রতি গ্রাম-গলি-মহল্লায় আপনারা কোটি কোটি মানুষের মন জিতে নিয়েছেন। তাছাড়া এই টুর্নামেন্ট একটি বিশেষ কারণেও স্মরণীয় হয়ে থাকবে। এতগুলো দেশ, এতগুলো দল, তবে একটিও ম্যাচে আপনারা হারেননি। এটা কম কথা নয়। আপনারা ক্রিকেট জগতের সব মহারথীদের বল খেলেছেন। আপনারা দুর্দান্ত জয় তুলে নিয়েছেন। একের পর এক জয় আপনাদের দৃঢ় সংকল্প করে, সেই সঙ্গে পুরো টুর্নামেন্টকে আকর্ষণীয় করে তোলে। এই জয়ের জন্য আমার তরফেও আপনাদের অনেক অনেক অভিনন্দন।’