শাহরুখ খানকে নিয়ে এর আগেও জনসমক্ষে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গিয়েছে গায়ক অভিজিৎ ভট্টাচার্যকে। চলতে চলতে, ইয়েস বস, ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি এবং বাদশা-সহ আরও একগুচ্ছ সিনেমায় শাহরুখ খানের জন্য গান গেয়েছেন অভিজিৎ ভট্টাচার্য। তাঁদের মধ্যে ঝামেলা শুরু হয়, যখন বিখ্যাত সিনেমা ম্যায় হু না-র গানগুলির জন্য তাঁকে যথার্থভাবে কৃতজ্ঞতা জানানো হয়নি। আর তারপর থেকেই দুজনের মধ্যে শুরু হয় টানাপোড়েন।
‘এই ব্যাপারটা শাহরুখও ভালোমতোই জানে। এমন নয় আমাদের মধ্যে অনেক পার্থক্য। আমাদের দুজনের জন্মদিন মাত্র ১ দিনের ব্যবধানে। স্বভাবের দিক থেকে আমরা অবেকটাই এক।’, পিঙ্ক ভিলাকে বলতে শোনা গেল অভিজিৎকে।
আরও পড়ুন: ‘মেয়ের বড় চিন্তা ছিল…’! মাঠে কান্না বিরাট-রোহিতদের, ভামিকার মনের কথা লিখলেন অনুষ্কা
‘আমরা দুজনেই আসলে জানি কী করতে চলেছি আমরা। আমি যদি ওর কাছে এখন যাই, ওর থেকে বয়সে ৬-৭ বছরের বড় হওয়ার সুবাদে ওকে বলতেই পারি, অনেক হয়েছে এসব নাটক, তুমি একজন তারকা, আর তাই থাকবে। কিন্তু আমি যদি ছবিতে আসি, তাহলে আমাকে গুরুত্ব দিতে হবে, ওকে নয়। আমার মাঝে মাঝে মনে হয়, ওঁ এমন এক মানুষ যে শো অফ করতে বেশি পছন্দ করে… অথবা হতে পারে ওঁর হাতে সময় নেই। কিন্তু ও একেবারেই এরকম নয়। আমি নিজেকেও চিনি, ওকেও খুব ভালো করে বুঝি। আমাদের দুজনের মধ্যে ভালো সম্পর্ক না থাকা সত্ত্বেও। ও জানে আমি মনে আঘাত পেয়েছি।’, আরও বলেন অভিজিৎ।
আরও পড়ুন: বৃদ্ধ দিদার সঙ্গে নাচছেন, জমিয়ে পার্টি করেও শেষবেলায় কেন কাঁদলেন রুক্মিণী মৈত্র?
শাহরুখের লিপে অভিজিতের গান, প্রায় দু দশক ধরে এই দৃশ্যের সঙ্গেই পরিচিত ছিলেন দর্শকরা। কিন্তু সময় এগোনোর সঙ্গে সঙ্গে বদলায় সবকিছু। শাহরুখ অভিজিৎ জুটিও ভেঙে যায়। একসময় বাংলা টক শো অপুর সংসারে এসে শাশ্বত চট্টোপাধ্যায়কে অভিজিৎ বলেছিলেন, ‘এখন ছবির টাইটেল কার্ডে গায়ক গায়িকার নাম আসে সবার শেষে। যখন দর্শকরা হল ছেড়ে বেরিয়ে যায় তখন। এদিকে অভিনেতা অভিনেত্রীরা মঞ্চে উঠে বলে, গায়ক গায়িকাদের জন্যই তাঁরা সফল হয়েছেন’।
আরও পড়ুন: ‘আমার পরিবার কোনওদিনই গরিব ছিল না’,তবে দারোয়ানের কাজ কেন করতেন? জবাব দিলেন নওয়াজ
প্রসঙ্গত, ম্যায় হু না-র পর এতটাই রেগে গিয়েছিলেন অভিজিৎ যে, প্রেস কনফারেন্স ডেকেছিলেন। সেখানে ঘোষণা করেছিলেন, তাঁর গানের জোরেই শাহরুখ এত বড় তারকা হয়েছেন। কিন্তু আর কখনো তিনি গান গাইবেন না বাদশার জন্য। তবে শুধু শাহরুখ নন, অক্ষয় কুমার, সইফ আলি খানদের তিনি স্টার বানিয়েছিলেন বলেও মন্তব্য ছিল অভিজিতের।