ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভর্মার বিচ্ছেদের খবর আসে চলতি বছরেই। ২০২০ সালে দুজনের বিয়ে হলেও, সম্পর্কের মেয়াদ মাত্র বছর চার। সম্প্রতি ডিভোর্স পরবর্তী জীবন নিয়ে মুখ খুলেছেন ধনশ্রী। সম্প্রতি বিচ্ছেদ পরবর্তী স্থিতি নিয়ে মুখ খুললেন চাহালের প্রাক্তন স্ত্রী। স্পষ্ট করলেন, এখন তিনি নিজেকে প্রাধান্য দিচ্ছেন এবং নেতিবাচকতাকে উপেক্ষা করছেন।
গোল্ড ডিগার তকমা ধনশ্রীকে
চাহালের কাছ থেকে ৪.৭৫ কোটি টাকা খোরপোশ নেওয়ায়, সমাজের একটা অংশ রীতিমতো তুলোধনা করে। এমনকী ‘গোল্ড ডিগার’ তকমাও দেওয়া হয়। ডিভোর্সের দিন ‘বি ইয়োর ওন সুগার ড্যাডি’ টি-শার্ট পরে আসা চাহাল ঠিক কী বার্তা দিয়ে চেয়েছিলেন, তাও বেশ স্পষ্ট ছিল। কিন্তু একজন মহিলা হিসেবে, এত নেতিবাচকতা কীভাবে সামলাচ্ছেন ধনশ্রী? টাইমস অফ ইন্ডিয়াকে ডাক্তার-নৃত্যশিল্পী জানালেন, ‘আমি এসবে (কটাক্ষ) কখনোই গুরুত্ব দেইনি। আমার অনেক দায়িত্ব থাকায় আমি আমার কাজে মনোনিবেশ করেছি। নিজেকে শক্ত রেখেছি। নেতিবাচকতা এবং সমালোচনা প্রথম দিন থেকেই আমাকে প্রভাবিত করেনি এবং কখনও করবেও না।’
কীভাবে নিজেকে সামলাচ্ছেন ধনশ্রী?
‘আমি বরাবরই আজেবাজে কথা উপেক্ষা করি, যাতে আমি আমার বৃদ্ধির দিকে মনোনিবেশ করতে পারি। আমি নিজের জন্য লক্ষ্য নির্ধারণ করেছি এবং সেগুলি অর্জন করার দিকেই এখন আমার সবটা ফোকাস। যারা আমাকে সম্মান করে এবং ভালোবাসে তাদের সঙ্গেই আমি জীবনটা কাটাতে চাই।’, আরও বলেন ধনশ্রী। সঙ্গে চাহালের প্রাক্তন স্ত্রী স্পষ্ট করেন যে, তাঁকে নিয়ে মানুষের চিন্তাভাবনা পরিবর্তন করার কোনও আগ্রহ তাঁর নেই।
প্রসঙ্গত, সদ্য মুক্তিপ্রাপ্ত 'ভুল চুক মাফ' ছবিতে ধনশ্রীর 'টিং লিং সাজনা' গান দেখেছে দর্শক। এবং তা বেশ পছন্দও করেছেন দর্শকরা। সঙ্গে একটি তেলেগু সিনেমাতেও ডেবিউ করতে চলেছেন ধনশ্রী। এই সিনেমা দিয়েই হতে চলেছে তাঁর অভিনত্রী হিসেবে কেরিয়ার শুরু।