কথা ছিল মে মাসেই মুক্তি পাবে। কিন্তু সেটা হচ্ছে না। তবে এই বছরই যে এই ছবি মুক্তি পাবে সেটা ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্র দিয়েছেন। এবার মুক্তির আগে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই ছবির মুকুটে জুড়ল কোন নতুন পালক?
আরও পড়ুন: 'ভাবি ভাইব্রেটর কিংবা...', মেয়ে ১৬-এ পা দিতেই সেক্স টয় দেওয়ার পরিকল্পনা রাম কাপুরের স্ত্রীর! কেন?
কী ঘটেছে?
ভারতের সংস্কৃতি মন্ত্রকের তরফে ওয়েভস ২০২৫ এ ঘোষণা করা হল দেবী চৌধুরানী ছবিটির প্রথম সরকারি ভারত এবং ব্রিটেনের যৌথ প্রযোজনায় নির্মিত ফিচার ফিল্ম। এদিন এই ঐতিহাসিক মুহূর্তকে উদযাপন করতে আমন্ত্রণ জানানো হয় ছবির প্রযোজকদের। সেখানে আলোচনা চলে ছবিটি নিয়ে। একই সঙ্গে প্রি-টিজার ছবিটি দেখানো হয়।
এদিন দেবী চৌধুরানী ছবিটির ওয়েভস সামিটে সাংবাদিকদের দেখানো হয়। জানা গিয়েছে কিছুদিন আগে ছবির পরিচালক দর্শকদের থেকে মতামত জানতে চেয়েছিলেন যে ছবিটি কবে মুক্তি দিলে ভালো হয়, তবে এখন তাঁরা সেই দায়িত্ব ছেড়েছেন ভারত সরকারের সম্প্রচারক মন্ত্রকের উপর।
দেবী চৌধুরানী প্রসঙ্গে
দেবী চৌধুরানী ছবিটিতে দেবী চৌধুরানীর চরিত্রে ধরা দেবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ভবানী পাঠকের চরিত্রে থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অন্যান্য চরিত্রে থাকবেন দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, কিঞ্জল নন্দ, প্রমুখ। উত্তর কলকাতা সহ পুরুলিয়া, ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় এই ছবির শ্যুটিং করা হয়েছে। বাদ যায়নি বীরভূম, বিহারের কিছু অংশ। এই ছবির জন্য লাঠি খেলা, ঘোড়া চালানো সহ নানা অস্ত্র বিদ্যা শিখেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানার জন্য ক্লিক করুন এই লিংকে

আরও পড়ুন: কাদম্বরী দেবীর মৃত্যুর পর আর কখনও কাঁচা আম খাননি রবীন্দ্রনাথ ঠাকুর! কেন?
সদ্যই দেবী চৌধুরানী ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হয়েছে। আর তারপরই একটি ভিডিয়ো পোস্ট করতে দেখা যায় এদিন ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্রকে। সেখানেই তিনি বলেন, 'প্রায় দুই বছর পর শেষ হল দেবী চৌধুরানীর কাজ। পুরো ছবিটা ক্যামেরার পিছনের সকল সদস্যদের নিয়ে দেখলাম। আশা করছি, বাংলা সাহিত্যের উপর নির্মিত এই ছবি দর্শকদের মনে ছাপ ফেলবে। শীঘ্রই মুক্তির দিন ঘোষণা করব।' ২০২৩ সালে শুরু হয়েছিল দেবী চৌধুরানী ছবিটির কাজ। এর আগে কথা ছিল ২০২৫ সালের ১ মে মুক্তি পাবে ছবিটি। কিন্তু সেটা সম্ভব হয়নি। পিছিয়ে যায় ছবির মুক্তি। এখন নতুন মুক্তির দিন ঘোষণার অপেক্ষা খালি।