মাত্র একদিন আগেই দেব তাঁর নতুন ছবির কথা ঘোষণা করেছেন। জানিয়েছেন জটিলতা কাটিয়ে অবশেষে আসছে রঘু ডাকাত। আর সেটার রেশ কাটতে না কাটতেই জানালেন অভিজিৎ সেন, অতনু রায়চৌধুরী এবং তাঁর আগামী ছবির নাম। এতদিন কানাঘুষোয় শোনা গিয়েছিল তাঁদের সেই ছবির নাম হবে প্রতীক্ষা। এবার জানা গেল মিঠুন চক্রবর্তী এবং দেব অভিনীত ছবিটির নাম হবে প্রজাপতি ২।
আরও পড়ুন: 'আমার বিনোদিনী ইতিহাস গড়ল', দেবের প্রশংসা আসতেই আনন্দে গদগদ রুক্মিণী! বললেন, 'আমার উপর...'
প্রজাপতি ২ ঘোষণা করলেন দেব
২০২২ সাল। টনিক সুপারহিট হওয়ার পর অভিজিৎ সেন, অতনু রায়চৌধুরী এবং দেব ত্রয়ী বড়দিনের ছুটিতে চেনা ফর্মুলায় নিয়ে এসেছিলেন পারিবারিক ছবি। বাবা ছেলের বন্ধনের মিষ্টি গল্প মন ছুঁয়ে গিয়েছিল সবার। বক্স অফিসেও রমরমিয়ে চলে সেই ছবি। কাট টু। ২০২৪ সালে জানা যায় আবারও পারিবারিক ছবি নিয়ে আসছেন এই ত্রয়ী। আর সেখানে দেবের সঙ্গে থাকবেন মিঠুন চক্রবর্তীও। ফলে প্রত্যাশার পারদ চড়ছিল। যদিও জানা যায়, ছবির নাম নাকি প্রতীক্ষা রাখা হয়েছে। কিন্তু এবার জানা গেল অভিজিৎ সেন পরিচালিত দেব অভিনীত আগামী ছবির নাম প্রজাপতি ২।
তবে, প্রজাপতি ২ কি সিক্যুয়েল হবে নাকি মৈনাক ভৌমিকের চিনি ছবিটির মতো এক ফ্র্যাঞ্চাইজির হয়েও গল্প আলাদা হবে সেটা সময় বলবে। এমনকি এই ছবিতে নায়িকা হিসেবে কে থাকবেন সেটাও এখনও ঘোষণা করা হয়নি।
দেব এদিন তাঁর আগামী ছবির ঘোষণা করে লেখেন, '২০২৪ এর কিছু অসমাপ্ত গল্প ২০২৫ এ বলা হবে। ভীষণ আনন্দের সঙ্গে ঘোষণা করছি আমাদের পরবর্তী ছবি প্রজাপতি ২।' এদিন এই পোস্টে তিনি তাঁদের হিট ত্রয়ীর একটি ছবিও পোস্ট করেন। তবে ছবি কবে মুক্তি পাবে সেটা এখনও জানাননি তিনি
দেবের প্রজেক্ট
বর্তমানে বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে দেব অভিনীত খাদান। ১১ দিনের মধ্যে ১০ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি। দর্শকদের থেকেও তুমুল প্রশংসা পেয়েছে যিশু, দেবের জুটি। আগামীতে দেবকে প্রজাপতি ২ ছাড়াও দেখা যাবে রঘু ডাকাত ছবিটিতে।
দীর্ঘদিন আগে ঘোষণা হওয়ার পরও নানা জটিলতার কারণে পিছিয়ে গিয়েছে রঘু ডাকাত ছবিটির কাজ। তবে ২০২৪ সালের একদম শেষ ভাগে এসে দেব জানান যে ২০২৫ সালের পুজোর সময় মুক্তি পাবে ছবিটি। প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট লুকও। এছাড়া দেবের প্রযোজনায় জানুয়ারি মাসেই আসছে বিনোদিনী একটি নটীর উপাখ্যান। মুখ্য ভূমিকায় থাকবেন রুক্মিণী মৈত্র।