বাংলা নিউজ > বায়োস্কোপ > নীলবিদ্রোহের সঙ্গে মিলেমিশে একাকার বাংলার কিংবদন্তী, কেমন হল দেবের ‘রঘু ডাকাত’?
পরবর্তী খবর

নীলবিদ্রোহের সঙ্গে মিলেমিশে একাকার বাংলার কিংবদন্তী, কেমন হল দেবের ‘রঘু ডাকাত’?

নীলবিদ্রোহের সঙ্গে মিলেমিশে একাকার বাংলার কিংবদন্তী, কেমন হল দেবের রঘু ডাকাত?

সিরিজ: রঘু ডাকাত

পরিচালক: ধ্রুব বন্দ্যোপাধ্যায়

অভিনয়ে: দেব, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার।

রেটিং: ৪.০/৫

বঙ্গদেশে রঘু ডাকাতের মতো ‘বিখ্যাত’ ডাকাত বোধকরি আর দুটো নেই। বাংলার বহু ছেলে-মেয়দের শৈশব কেটেছে দাদু-ঠাকুমার কাছে রঘু ডাকাতের গল্প শুনে। ডাকাত হলেও আদতে সে বাংলার রবিনহুড। সে একদিকে অত্যাচারী বড়লোকদের যম, অন্যদিকে দুঃখী, নিপীড়িত দরিদ্রদের ত্রাতা, দাতা। তবে তাঁকে নিয়ে নানা লোককাহিনী প্রচলিত থাকলেও, লিখিত কোনও ইতিহাস নেই। আর তাই বোধ হয় দেশের ইতিহাসের সঙ্গে কল্পনার রঙ মিশিয়ে কিংবদন্তী এই চরিত্রকে আরও রঙিন করে তোলা যায়। যা পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় তাঁর স্বাবলীল ছন্দেই স্বাচ্ছন্দ্যের সঙ্গে পর্দায় ফুটিয়ে তুলেছে, কিন্তু কোনও ক্ষেত্রেই তা অতিরঞ্জিত হয়ে যায়নি। বরং ঠাস বুননে হয়ে উঠেছে যথার্থ।

কেমন হল রঘু ডাকাত?

এই ছবিতে কাহিনীর শুরু গল্প শোনার আসর থেকেই। গল্পে প্রেক্ষাপটে গরীবের ঘাম মাখা নীলরক্তের কান্না। ইংরেজ আর জমিদারদের অত্যাচারে তখন দরিদ্র কৃষকদের প্রাণ অতিষ্ঠ। তাদের চাবুকের আঘাতে সোনার বাংলার সোনার ধান ফলানো চাষীদের দেহ ফালাফালা, কারুরবা আবার সামনে দাঁড়িয়ে সাক্ষাৎ মৃত্যু। আর সেই মৃত্যু আর অত্যাচারের অন্ধকারের মাঝেই উষাকালের লাল টকটকে সূর্যের আলোর মতো প্রতিবাদ হয়ে এসে দাঁড়ায় রঘু। নীলকর সাহেবের চাবুকের হিসেবে মিলিয়ে দেয় গুনে গুনে। শুধু এতেই থেমে থাকে না সে। অহীন্দ্র বর্মণের মতো জমিদারদের অতিরিক্ত খাজনা থেকে নীলকর সাহেবদের নীল বিক্রির অর্থ সবটাই রঘু তার দলবল আর ছায়াসঙ্গী 'গুঞ্জা' নিয়ে লুটতে থাকে রঘু সে। এক হাতে লুট, এক হাতে দান। এই নিয়েই ছিল রঘুর রাজত্ব। আর সেই রাজত্বের রাজমাতা ডাকাত মা ছিল রঘুর ধ্রুবতারা। তবে তাঁদের এই সুখ-দুখে ঘরে হঠাৎ করে এসে পড়ে সৌদামিনী। প্রেম আর প্রেমমাখা ঈর্ষার এক টানাপোড়েন তৈরি হয় গুঞ্জা-রঘু-সৌদামিনীর মধ্যে। আর তা মাঝেই অহীন্দ্র বর্মণ ও দুর্লভ রায়ের চক্রান্তে গল্প নেয় নতুন মোড়, ডাকাত মাকে হারায় রঘু, ছাড়খার হয়ে যায় তার রাজত্ব। কিন্তু পর কি আর রঘু ঘুড়ে দাঁড়াতে পারবে? নিতে পারবে ডাকাত মায়ের মৃত্যুর প্রতিশোধ? বাংলার মানুষের চোখের জলের হিসাব কি সে নিতে পারবে? তারই উত্তর মিলবে 'রঘু ডাকাত'-এ।

কার অভিনয় কেমন লাগল?

পর্দার রঘু ডাকাত দেব। ট্রেলার লঞ্চের সময় তাঁকে বলতে শোনা গিয়েছিল এই ছবির জন্য নাকি তিনি ১০ মাস দাড়ি কাটেনি। তবে শুধু এটুকুই নয়। শারীরিক ও মানসিক দিক থেকেও নায়ক নিজেকে দারুণ ভাবে গড়ে পিটে তৈরি করেছেন। তাঁর অভিনয় কোনও পর্যায় গিয়েই মনে হবে না অতিরঞ্জিত। 'ধূমকেতু'তে নায়কের অভিনয় দারুণ ভাবে প্রশংসা পেয়েছিল। তবে সেখানে অতিরিক্ত অভিনয়ের জায়গাও ছিল না, কিন্তু এই চরিত্রটির ক্ষেত্রে অনেক জায়গায় মাত্রা ছাড়াতে পারত। কিন্তু সেই জায়গায়গুলোতেও নিজেকে সংযত রেখে যেখানে যতটা দরকার ঠিক ততটুকুই দিয়েছেন দেব। তাঁর পরিমিত অভিনয় দেখলে অবাক হতেই হয়। তবে এতে তাঁর হিরোসুলভ ভাব কোথাও এতটুকু ক্ষুণ্ণ হয়নি। সব মিলিয়ে বাংলার 'রঘু রাজা' তিনি। তাঁকে ছাড়া অন্যকাউকে এই চরিত্রে কল্পনাই করা যাবে। তবে কেবল দেব একা অনবদ্য নন।

সঙ্গে নজর কেড়েছেন 'গুঞ্জা' সোহিনী। এই ছবিতে তাঁর অভিনয় আলাদা ভাবে প্রশংসার দাবি রাখে। সোহিনী অসাধারণ অভিনয়, শরীরী ভঙ্গি, একদিকে চরিত্রে অদ্ভুত সারল্য, অন্যদিকে বীরত্বের পরাকাষ্ঠা সব মিলিয়ে তিনি সেরা। তবে দেব ও সোহিনী দু'জনেই দারুণ পারফর্মেন্স করলেও কেউ কখনও কাউকে ছাপিয়ে যেতে চেষ্টা করেননি। বরং একে অপরকে পরিপূর্ণতা দিয়েছেন বিশেষ বিশেষ দৃশ্যে। সঙ্গে আর একজনের কথা না বললেই নয় তিনি হলেন বিশ্বরূপ বিশ্বাস। তাঁর অভিনীত চরিত্রের বিশ্বাসযোগ্যতা ছবিকে অন্য মাত্রা দেয়। পাশাপাশি ছবির আর এক নায়িকা 'সৌদামিনী' অর্থাৎ ইধিকা পাল এই ছবিতে বেশ সাবলীল। লাস্য হোক বা অভিনয় দুই ক্ষেত্রেই তিনি নজরকাড়া। সঙ্গে উপরি পাওয়া বহু দিন পর পর্দায় রূপা গঙ্গোপাধ্যায়ের দাপট। তিনি যতটুকু ছিলেন একেবারে ঘিরে রেখেছিলেন।

তবে আলোর পাশে অন্ধকারের মতো অহীন্দ্র বর্মণের চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য একেবারে মানানসই। প্রতিটি দৃশ্যে তিনি ক্রূরতা যে ভাবে ফুটিয়ে তুলেছেন। তা আলাদা করে বলতেই হয়। কেবল চোখ আর শরীরী ভঙ্গি দিয়েও হিংস্রতাকে কীভাবে ফুটিয়ে তুলতে হয় তা বেশ কিছু দৃশ্যে অনির্বাণ বুঝিয়ে দিয়েছেন। তাছাড়াও ওম সাহানিকে একেবারে অন্য রূপে দেখতে পাবেন দর্শকরা।

ওভারঅল কেমন লাগল?

প্রেম, প্রতিশোধ, বন্ধুত্ব, শত্রুতা, বাংলার ইতিহাস, নীল বিদ্রোহের আগুন সব মিলিয়ে এই ছবির গল্প বেশ বিনোদনমূলক। পুরো ছবি জুড়েই ঘটনার ঘটনা আর একের পর পর এক নতুন মোড় ছবির শুরু থেকে শেষে টানটান উত্তেজনা ধরে রাখে। তাই ছবির গল্প হোক বা কলাকুশলীদের অভিনয় সবটা নিয়েই পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় প্রশংসার দাবি রাখেন। ছবির অ্যাকশন সিক্যুয়েন্সও অনবদ্য। তবে ওম সাহানি অভিনীত 'দুর্লভ রায়' চরিত্রটি আর একটু সময় দিয়ে গড়ার প্রয়োজন ছিল। পাশাপাশি মূল চরিত্রদের পোশাকে দক্ষিণ প্রভাব এড়িয়ে আরও খানিকটা বাংলার মাটির কাছাকাছি করা গেলে তা আরও মনগ্রাহী হত। তবে এই সব কিছুর পরও ছবির উপস্থাপনা, দেব-সোহিনীদের অভিনয় ও আড়াই ঘন্টা জুড়ে বাংলার ইতিহাস তথা লোককথার এক অন্য অধ্যায়ের সাক্ষী হতে পুজোয় ঠাকুর দেখার মাঝে হলে গিয়ে একবার দেখে নিতেই পারেন রঘু ডাকাত। কারণ এই ছবির আসল মজা হল ভর্তি দর্শকদের মাঝে বসে বড় পর্দায় দেখে অনুভব করার মতো। সঙ্গে উপরি পাওনা হিসেবে মিলবে দেবের আসন্ন ছবি 'প্রজাপতি ২'-এর টিজার। পুজোয় এটাই বোধ হয় মেগা স্টারের পক্ষ থেকে তাঁর অনুরাগীদের উপহার।

Latest News

এই সব বিশেষ মানুষদের সঙ্গেই পুজো কাটাতে ভালোবাসেন মণীষা! জানেন তাঁরা কারা? বিপাকে প্রধানমন্ত্রীর পরামর্শদাতা!বিচারব্যবস্থা নিয়ে বিতর্ক,সমালোচনা SCBA সভাপতি অষ্টমীতে সপরিবারে পুজো দিলেন সুকান্ত, সন্তোষ মিত্র স্কোয়ার বিতর্কে তোপ পুলিশকে পক্ষপাতিত্বের অভিযোগে বেসরকারি সংস্থার পুরস্কার বয়কট, ক্ষুব্ধ বহু পুজো কমিটি দীপাবলির আগে বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে, ৩ রাশির ভাগ্য উজ্জ্বল হবে কেক কেটে, ভক্তদের সঙ্গে সেলফি তুলে জন্মদিনের উদযাপন করলেন প্রসেনজিৎ! কত বয়স হল? বাংলাদেশ-নেপালের পুনরাবৃত্তি! ফের 'Gen Z' আন্দোলনে আরও এক দেশের সরকারের পতন মহানবমী শুরু হোক প্রিয়জনকে শুভেচ্ছা জানিয়ে! রইল সেরা ১০ শুভেচ্ছাবার্তার খোঁজ প্রেমের গুঞ্জনের মাঝেই সুস্মিতার সঙ্গে মহাষ্টমীতে অঞ্জলি দিলেন সাহেব! নবমীর সকালে জলখাবারে থাক মশলা লুচি! সাধারণ ঘরোয়া মশলাই জিভে আনবে জল

Latest entertainment News in Bangla

কেক কেটে, ভক্তদের সঙ্গে সেলফি তুলে জন্মদিনের উদযাপন করলেন প্রসেনজিৎ! কত বয়স হল? প্রেমের গুঞ্জনের মাঝেই সুস্মিতার সঙ্গে মহাষ্টমীতে অঞ্জলি দিলেন সাহেব! পল্লবীর নতুন ধারাবাহিকের প্রথম প্রোমো এল প্রকাশ্যে! নায়কের ভূমিকায় কে থাকছেন? পুজোর আড্ডার মাঝেই মেয়েকে চুল বেঁধে দিলেন মা কোয়েল! কাব্যকে শেখালেন শাঁখ বাজানো ‘ভয়ে বাঁচতে চাই না…’! ঐশ্বর্যকে নিয়ে সলমনের সঙ্গে ঝামেলা, ফের মুখ খুললেন বিবেক ‘আমার সঙ্গে ৩০ বার…’! অমিতাভের সঙ্গে কাজ ঋতুপর্ণর ছবিতে, অভিজ্ঞতা ভাগ করলেন যিশু ছেলে ইউভানের সঙ্গে ঢাক বাজালেন শুভশ্রী! কোলে ইয়ালিনিকে নিয়ে কোমর দোলালেন রাজ একে-অপরের চোখে হারালেন সৃজিত-সুস্মিতা! ছবি ফের প্রশ্ন তুলল, ‘প্রেম কি সত্যি নেই’ হলে রমরমিয়ে চলছে রঘু ডাকাত, পিছিয়ে রক্তবীজ ২! বক্স অফিসে কোন ছবির আয় কত? মুক্তির আগেই ঝড় তুলছে ‘কান্তারা চ্যাপ্টার ১’! ৩ দিনে ৯ কোটি টাকার প্রি-বুকিং

IPL 2025 News in Bangla

৮৬ দিন পর মৌনতা ভাঙল RCB! চিন্নাস্বামীতে পদপিষ্ট-কাণ্ডে নিহতদের জন্য বড় ঘোষণা বিতর্কে কোহলির ভিডিয়ো! IPL 2025 জয়ের পরে RCB শোভাযাত্রার দুর্ঘটনায় নতুন মোড় গোপন থাকল না রিপোর্ট, বেঙ্গালুরুতে পদপিষ্ট কাণ্ডে RCB-র ঘাড়েই দোষ চাপাল সরকার টাকা ধার নিয়ে ফেরত দেয়নি… যৌন শোষণের অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন RCB-র তারকা আইপিএল-এর মূল্যায়ন ১৫৮,০০০ কোটি ছাড়াল! সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি হল… রাজ কুন্দ্রা ব্ল্যাকমেল করছে! আদালতে দাবি রাজস্থান রয়্যালস কর্ণধার গোষ্ঠীর! সামনে নেই T20! তবু কেন টেস্ট সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডে গেলেন সূর্যকুমার যাদব? আইপিএল ২০২৫-এ সাফল্যের পর ওজন বেড়েছে বৈভব সূর্যবংশীর! কী বললেন রাহুল দ্রাবিড়? আমি Royal Challenge খাই না! RCBকে নিয়ে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর মজাদার মন্তব্য বেঙ্গালুরুতে RCB সমর্থকদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মুখ খুললেন রাহুল দ্রাবিড়!

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.