আজই রণবীর কাপুর আর আলিয়া ভাটের বিয়ে। এতদিন এই হাই প্রোফাইল বলিউডি বিয়ে নিয়ে কথা বলতে চাননি সেভাবে কেউই। তবে বুধবার রাতে রণবীরের মা নীতু কাপুরই মিডিয়াকে জানিয়ে দেন, ১৪ এপ্রিল বিয়ে করছেন রালিয়া জুটি। যদিও বুধবার সকালেই ‘ব্রহ্মাস্ত্র’-র একটি ভিডিয়ো শেয়ার করে দু'জনকে শুভেচ্ছা জানিয়েছিলেন আয়ান মুখার্জী ও করণ জোহর।
আয়ান মুখোপাধ্যায় বেশ অভিনব স্টাইলে এই তারকা যুগলকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির কেশরিয়া গানের টিজার প্রকাশ্যে আনা হয়েছে মেহেন্দি আর সংগীতের দিন। সাথে নতুন জীবনে প্রবেশ করার জন্য শুভেচ্ছাও জানিয়েছিলেন রণবীরের সবচেয়ে কাছের বন্ধু। আর এই ভিডিয়োতেই লাইক করেন দীপিকা পাড়ুকোন, যিনি আবার রণবীরের প্রাক্তন প্রেমিকাও। আরও পড়ুন: ব্যস্ততা তুঙ্গে, জেনে নিন আজ কোথায়, কখন হচ্ছে রণবীর-আলিয়ার বিয়ের অনুষ্ঠান
ওই ভিডিয়োটি পোস্ট করে আয়ান লেখেন, ‘এটা রণবীর ও আলিয়ার জন্য, তাঁদের আগামী পথচলার জন্য, যা শুরুর অপেক্ষা। রণবীর ও আলিয়া আমার কাছে পৃথিবীর সবচেয়ে কাছের মানুষ, আমার আনন্দের আশ্রয়, আমার নিরাপদ আশ্রয়, যারা আমার জীবনে সবকিছুকে জুড়ে রয়েছেন আর এই ছবির জন্য নিজেদের সর্বস্ব দিয়েছেন।’