সঙ্গে মাসি ও দাদু, গানের সঙ্গে জমিয়ে নাচছে রাজ-শুভশ্রী পুত্র ইউভান। ইউভান পরেছে টি-শার্ট ও শর্টস। আর দেবশ্রী গঙ্গোপাধ্যায় পরেছেন বাঘছাল প্রিন্টেড একটি ড্রেস। ছোট্ট ইউভানের ভিডিয়োটি শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়-ই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। বড় একটা সানগ্লাস নিয়ে মজে থাকতে দেখা যাচ্ছে রাজ-শুভশ্রী পুত্রকে। কখনও ইউভান নিজে চশমাটি পরছে, কখনও আবার দাদুকে (শুভশ্রীর বাবা) পরিয়ে দিচ্ছে সে, তারই মাঝে চলছে গানের তালে নাচ। কখনও আবার সামনের সোফায় বসে থাকা দিদাকে আদরও করে দিয়ে আসছে ইউভান। মাঝে আবার একটি খেলনা কাপ মাসির মুখের কাছে ধরতে দেখা গিয়েছে তাকে।
এমনই একটি সুন্দর পারিবারিক মুহূর্ত তুলে ধরেছেন দেবশ্রী গঙ্গোপাধ্যায়। ভিডিয়োতে শুভশ্রীকেও দেখা গিয়েছে সোফায় বসে থাকতে। মায়ের ব্যস্ত ফোনে মাঝে গিয়ে উঁকি দিতে ও দেখা যায় ইউভানকে। ক্যাপশানে দেবশ্রী লিখেছেন, এটাই হলাম আমরা, আমাদের জীবন, আমাদের গল্প, আমাদের বাড়ি। ভিডিওর সঙ্গে দেবশ্রী জুড়েছেন 'ঝুমে জো পাঠান' গানটি।