মাত্র সাত মাসের ব্যবধানে পর পর দু'বার মা হয়েছেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্য়ায়। গুরমিত চৌধুরী এবং দেবিনার কোল আলো করে এসেছে দুই কন্যা। চলতি বছর ৩ এপ্রিল বড় মেয়ে লিয়ানার জন্ম দেন অভিনেত্রী। এর চার মাসের মাথায় দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেন। গত ১১ নভেম্বর দ্বিতীয় বার মা হন দেবিনা।
সদ্য দুই মেয়ের সঙ্গে নেটমাধ্যমের পাতায় ছবি শেয়ার করেছেন অভিনেত্রী দেবিনা। প্রথম ছবিটি বড় মেয়ে লিয়ানার সঙ্গে। লালা ওড়না জড়ানো লিয়ানার গায়ে। মায়ের কোলে বসে আদরল খাচ্ছে। পরের ছবিতে একরত্তি ছোট মেয়ের হাত ধরে অভিনেত্রী। দেবিনার ছবিতে ভালোবাসা উজাড় করেছেন নেটিজেনরা।
আরও পড়ুন: পরিণতি পেল দীর্ঘদিনের প্রেম,শতরূপ-পহেলির বিয়ের সাক্ষী হিসেবে স্বাক্ষর বিমান বসুর
ছবি শেয়ার করে ক্যাপশনে দেবিনা লিখেছেন, ‘তোমারা দুজনেই আজীবনের জন্য় আমার হৃদয়ের পরিবর্তন করেছ। ভালোর জন্যই।’ পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে এক ভক্ত কমেন্টে লিখেছেন, ‘ভালোবাসা, ভালোবাসা এবং ভালোবাসা!! এই ভালবাসার মত এই পৃথিবীতে কিছুই নেই, বোন।’ অপর একজন অনুরাগী মন্তব্য করেছেন, ‘লিয়ানাকে দেখতে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে শুধুই যেন তাকিয়ে থাকি।’