দেখতে দেখতে বিশ্বজুড়ে ৬৫০ কোটি টাকার গণ্ডি টপকে গেল ছাবা। ভারতীয় বক্স অফিসেও দুর্দমনীয় গতিতে এগিয়ে চলেছে ভিকির ছবি। ২০ দিন পর কত টাকা এল ছত্রপতি সম্ভাজি মহারাজের বায়োপিকের ঝুলিতে।
আরও পড়ুন: কুপ্রস্তাব পেলে তার দোষ মহিলাদেরই? মমতা শঙ্কর বললেন, 'নিজের আত্নসম্মান মর্যাদা ধরে রাখলে...'
ছাবা ছবিটির বক্স অফিস কালেকশন
২০ দিনের মাথাতেই বিশ্বজুড়ে আয়ের নিরিখে ৭০০ কোটি টাকার দোরগোড়ায় পৌঁছে গিয়েছে ছাবা। যদিও লক্ষ্মণ উটেকর পরিচালিত এই ছবিটির আয়ে ১০.০৮ শতাংশ পতন দেখা গিয়েছে ৬ মার্চ, বৃহস্পতিবার। তবুও এদিন ভারতীয় বক্স অফিসে ছবিটি ৫ কোটি ৫৩ লাখ টাকা আয় করেছে। ফলে বর্তমানে ভারতীয় ছবির বাজারে এখনও পর্যন্ত ৪৮৩ কোটি এবং ৫৮ লাখ টাকা আয় করেছে ভিকি কৌশল অভিনীত এই ছবিটি। চলতি সপ্তাহেই ৫০০ কোটি যে পার করে ফেলবে দেশে সেটা বলার অপেক্ষা রাখে না।
সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে বিশ্বজুড়ে এখনও পর্যন্ত অর্থাৎ মুক্তির পর ২১ দিনে ৬৫১ কোটি টাকা আয় করেছে এই ছবিটি। মুক্তির পর প্রথম সপ্তাহে দেশের বাজারে ২১৯ কোটি ২৫ লাখ, দ্বিতীয় সপ্তাহে ১৮০ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে। তৃতীয় সপ্তাহে সেই আয়ের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ৮৪ কোটি ৮ লাখ টাকায়।
ছাবা প্রসঙ্গে
ছাবা ছবিটির পরিচালনা করেছেন লক্ষ্মণ উটেকর । দীনেশ বিজন প্রযোজনা করেছেন ছবিটির। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ধরা দিয়েছেন ভিকি কৌশল। তাঁর স্ত্রীর চরিত্রে আছেন রশ্মিকা মন্দানা। ঔরঙ্গজেবের চরিত্রে দেখা মিলছে অক্ষয় খান্নার। আশুতোষ রানা, দিব্যা দত্ত আছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। ছত্তিশগড়, মধ্য প্রদেশ, গোয়া সহ একাধিক রাজ্যে এই ছবিতে কর মুক্ত ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছত্রপতি সম্ভাজি মহারাজের বায়োপিকের তারিফ করেছেন।
আরও পড়ুন: দেবের পর এবার অঙ্কুশের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন যিশু! কোন ছবিতে মুখোমুখি হবেন ২ তারকা?