ছাবা ছবিতে কবি কলসের ভূমিকায় অভিনয় করা অভিনেতা বিনীত সিংয়ের বাড়িতে সুখবর এসেছে। তাঁর স্ত্রী রুচিরা একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। ইনস্টাগ্রামের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে এই খবর শেয়ার করেছেন খোদ অভিনেতা। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এবং তাঁর বন্ধুরা তাকে এই আনন্দময় উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন। বিয়ের তিন বছর পর রুচিরা ও বিনীতের বাড়িতে এসেছে এই সুখবর। নতুন অতিথির আসার খবর দিয়ে বিনীত পোস্টটিতে জানান, তাঁর বাড়িতে একটি পুত্র সন্তানের জন্ম হয়েছে। এর সঙ্গে বিনীত লিখেছেন- ঈশ্বরের অসীম কৃপা। এগিয়ে যাও, বিশ্ব, সর্বকনিষ্ঠ সিংহ এসেছে এবং সে ইতিমধ্যে হৃদয় ও দুধের বোতল চুরি করছে। ঈশ্বরকে ধন্যবাদ এই অমূল্য আনন্দের জন্য। বিনীতের পোস্টটিতে দেখা যাচ্ছে যে ছেলেটি ২৪ জুলাই জন্মগ্রহণ করেছে এবং তিনি তিন দিন পরে ভক্তদের সাথে এই সুসংবাদটি ভাগ করে নিয়েছিলেন।
লায়লা মজনু, অভিনেতা অবিনাশ তিওয়ারি, বিক্রান্ত মাসি, পঞ্চায়েত অভিনেতা ফয়জল মালিক, রসিকা দুগ্গল সহ অনেক সেলিব্রিটি এই পোস্টে তাকে অভিনন্দন জানিয়েছেন। এই খবরে ভক্তরাও বেশ খুশি। বিনীত ও রুচিরাকে অভিনন্দন জানিয়েছেন তারা। আপনাদের জানিয়ে রাখি, মে মাসে বিনীত ও রুচিরা অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেন। ২০২১ সালের নভেম্বরে বিয়ে হয় দু'জনের। ভিকি কৌশলের 'ছাবা' ছবিতে তাঁর অভিনয় বেশ পছন্দ হয়েছিল। ভিকি কৌশলের চরিত্রের বন্ধুর ভূমিকায় অভিনয় করেছিলেন বিনীত।