ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল সম্প্রতি একটি রহস্যময় পোস্ট শেয়ার করেছেন। প্রাক্তন স্ত্রী ধনশ্রী বর্মা তাঁদের বিবাহবিচ্ছেদ সম্পর্কে প্রথমার প্রকাশ্যে মুখ খোলার পর, এটিই চাহালের প্রথম পোস্ট। ডিভোর্সের শুনানির দিন টিশার্টে ‘বি ইয়োর ওন সুগার ড্যাডি’ লিখে চাহালের হাজির হওয়া নিয়ে কথা বলেছেন ধনশ্রী এক পডকাস্টে। এমনকী, ডিভোর্সের পর যেভাবে অনলাইন ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন, সে বিষয়েও তিনি কথা বলেছেন।
এবার চাহালের পোস্টের ক্যাপশন থেকে নেটপাড়ার ধারণা, প্রাক্তন স্ত্রীকে আরও একবার কটাক্ষ করলেন ক্রিকেটার। ধনশ্রী ইউটিউবে হিউম্যানস অফ বোম্বের পডকাস্টে যোগ দিয়ে প্রথমবারের মতো চাহালের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ নিয়ে কথা বলেছেন। ক্রিকেটার তাঁদের বিচ্ছেদ নিয়ে প্রথম প্রকাশ্যে কথা বলার প্রায় এক মাস পর ধনশ্রীর পক্ষ আসে সামনে। বুধবার সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকারটি ভাইরাল হয়েছে।
আর ধনশ্রীর সাক্ষাৎকারের কয়েক ঘণ্টা পর, চাহাল ইনস্টাগ্রামে একটি রহস্যময় পোস্ট শেয়ার করেছেন। যেখানে লেখা হয়েছে, ‘অনুভূতি’ থাকা সত্ত্বেও, কোনো ‘শব্দ’ না থাকা নিয়ে। পোস্টে, চাহাল ইংল্যান্ডের কার্কস্টোন পাসে তোলা বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। ছবিগুলোতে তাকে বিভিন্ন মেজাজে দেখা গেছে - একটিতে তার হাত প্রসারিত, অন্যগুলোতে চিন্তায় মগ্ন, সামনে থাকা রাশি রাশি পাহাড়ের দিকে তাকিয়ে আছেন। ছবিগুলো শেয়ার করে তিনি লিখেছেন, ‘Million feelings, Zero words’।
ক্যাপশনটি দেখে অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ভাবছেন যে এটি ধনশ্রীকে প্রতিক্রিয়া জানানোর একটি উপায় কি না। একজন রসিকতা করে কমেন্টে লেখেন, ‘বি ইয়োর ওন সুগার ড্যাডি’! আরেকজন মন্তব্য করেছেন, ‘ভাই হোয়াটসঅ্যাপে বলতে হত তো’, যা ধনশ্রীর বক্তব্যের একটি রেফারেন্স ব্যবহার করে। আরেকজন লেখেন, ‘ভাই দেখেছে। ধনশ্রীর পডকাস্ট দেখার পর এটা এসেছে।’
ডিভোর্স প্রসঙ্গে কী জবাব দিয়েছেন ধনশ্রী?
ধনশ্রী পডকাস্টে জানান যে, চূড়ান্ত শুনানির সময় আদালতে তিনি ভেঙে পড়েছিলেন। তিনি বলেন, ‘আমার এখনও মনে আছে যখন আমি সেখানে দাঁড়িয়ে ছিলাম এবং রায় দেওয়ার সময় হয়েছিল। যদিও আমরা মানসিকভাবে খুব ভালোভাবে প্রস্তুত ছিলাম, তবুও আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আমি সবার সামনে চিৎকার করতে শুরু করি। সেই মুহূর্তে আমি কী অনুভব করছিলাম তা প্রকাশও করতে পারিনি। আমার মনে আছে আমি শুধু কাঁদছিলাম, আমি চিৎকার করে কাঁদছিলাম। অবশ্যই! এই সব ঘটেছে, এবং তিনি (চাহাল) প্রথমে বেরিয়ে যান।’
ধনশ্রী আরও বলেন, ‘আপনি জানেন যে লোকেরা আপনাকে দোষারোপ করবে। এই টি-শার্ট স্টান্টটি ঘটার আগেই আমরা সবাই সচেতন ছিলাম যে লোকেরা এর (ডিভোর্স) জন্য আমাকেই দোষারোপ করবে।’ কোর্ট থেকে বেরোনোর পর চাহালের টি-শার্টের ভিডিয়ো দেখার স্মৃতিচারণ করেন ধনশ্রী। তিনি স্বীকার করেছেন যে তিনি এই পদক্ষেপে অবাক হয়েছিলেন, তাঁর কথায়- ‘আরে ভাই, হোয়াটসঅ্যাপ কর দেতা। টি-শার্ট কিউ পেহনা হ্যায়?' (আপনার এটি হোয়াটসঅ্যাপে পাঠানো উচিত ছিল। টি-শার্ট কেন পরবেন?
কোভিড-১৯ মহামারী চলাকালীন চাহাল যখন ধনশ্রীর কাছে নাচ শেখার অনুরোধ করেন, তখন দুজনের প্রথম দেখা হয়। এবং বিয়ে করে নেন। কোর্টে দেওয়া আবেদন অনুসারে, ২০২২ সালের জুন মাস থেকে তাঁরা আলাদা থাকছেন। তবে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের জন্য পারিবারিক আদালতে একটি যৌথ পিটিশন দাখিল করেন। চলতি বছরের মার্চ মাসে তাদের বিবাহবিচ্ছেদ মঞ্জুর করা হয়।