কমেডিয়ান কপিল শর্মার রেস্তোরাঁ কাপ'স ক্যাফে গোলাগুলির ঘটনার পর ফের খুলে গিয়েছে। সবচেয়ে আনন্দের বিষয় হল, স্থানীয় পুলিশ কর্মকর্তারা তাঁদের সমর্থন জানাতে কপিলের ক্যাফে পরিদর্শন করেছিলেন। আর যার ছবি কমেডিয়ান-অভিনেতা শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়াতে।
কপিল কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সহিংসতার বিরুদ্ধে পুলিশ যেভাবে তাঁর পাশে থেকেছে তাতে তিনি কৃতজ্ঞ। গুলি চালানোর ঘটনাটি ঘটে ২০ জুলাই নাগাদ। এই ঘটনা নিয়ে কপিল অবশেষে তাঁর নীরবতা ভাঙেন। কপিল ও তাঁর স্ত্রী গিন্নি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেন, যেখানে দেখা যাচ্ছে পুলিশ আধিকারিকরা তাঁদের ক্যাফেতে গিয়ে খাবার উপভোগ করছেন। ভিডিয়োটি পোস্ট করে কপিল লিখেছেন, ‘মেয়র ব্রেন্ডা লক, @surreypoliceservice এবং সমস্ত কর্মকর্তাদের ধন্যবাদ যারা তাদের ভালোবাসা এবং সমর্থন দেখানোর জন্য @thekapscafe_ পরিদর্শন করেছিলেন। ঐক্যবদ্ধভাবে আমরা সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। আমরা সত্যিই কৃতজ্ঞ’। ক্যাপশনে #peaceoverviolence, #love, #smiles ও #beautifulbritishcolumbia যোগ করেছেন তিনি।
ইনস্টাগ্রামে ক্যাফের অফিসিয়াল পেজেও এই সফরের ছবি শেয়ার করে বলা হয়েছে, ‘@themayorofsurrey, @surreypoliceservice সদস্য এবং অন্যান্য সম্মানিত কর্মকর্তাদের @thekapscafe_ পরিদর্শনে আমরা সত্যিই সম্মানিত। আপনার সমর্থন এবং উপস্থিতি আমাদের কাছে অনেক অর্থবহ। সময় নিয়ে আসার জন্য ধন্যবাদ।’
১০ জুলাই স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটে কানাডায় অবস্থিত ক্যাপস ক্যাফের বাইরে বেশ কয়েক রাউন্ড গুলি চলে। পুলিশ জানিয়েছে, গোলাগুলির সময় রেস্তোরাঁর ভেতরে কয়েকজন কর্মী উপস্থিত ছিলেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ক্যাফের একটি জানলায় অন্তত ১০টি গুলির ছিদ্র দেখা গিয়েছে। সেই সময়, কাপের ক্যাফের কর্মীরা এই ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ হিসাবে বর্ণনা করেছিলেন এবং বলেছিলেন যে, রেস্তোঁরা প্রাঙ্গণে অপ্রত্যাশিত গুলি চালানোর ঘটনায় তারা ‘হতবাক’ হয়েছিলেন।