বাংলা নিউজ > বায়োস্কোপ > RG Kar Protest-Hirak Rajar Deshe: এ যেন অন্য প্রতিবাদ! নেই স্লোগান, নেই নড়াচড়া, পথে বসে হীরক রাজার দেশে দেখল বনগাঁ
পরবর্তী খবর
আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে পথে নেমেছে শহর থেকে গ্রাম। কেবল পশ্চিমবঙ্গ নয় দেশ সহ বিদেশের বিভিন্ন জায়গায় রাজপথে নেমেছেন মানুষ শুধু মাত্র আরজি করের নির্যাতিতা যেন সঠিক বিচার পান সেই আশায়, সেই দাবিতে। তবে এসবের মাঝে বনগাঁ দেখল এক অন্য রকম প্রতিবাদ।
কী ঘটেছে বনগাঁতে?
বনগাঁওতে ৮ থেকে ৮০ বছরের সকলেই রাজপথে নামেন এদিন। তবে না কোনও স্লোগান তোলেননি তাঁরা। কোনও মিছিল, জমায়েত কিছুই করেননি। বরং খালি বনগাঁর নীলদর্পনের সামনে প্রজেক্টর চালিয়ে তাতে হীরক রাজার দেশে দেখেন সকলে মিলে আরজি করের ঘটনার প্রতিবাদ হিসেবে।