২০১৯ সালে, পরিচালক বনি কাপুর ২০০৫ সালের হিট ছবি নো এন্ট্রি-র সিক্যুয়েল ঘোষণা করেন। তবে, সম্প্রতি তিনি জানান যে আসল ত্রয়ী সলমন খান, অনিল কাপুর ও ফারদিন খানের পরিবর্তে সিক্যুয়েলে অভিনয় করবেন বরুণ ধাওয়ান ও অর্জুন কাপুর। তবে এবার ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া এক সাক্ষাৎকারে বনি সিক্যুয়েলের জন্য আসল কাস্টকে ধরে রাখতে না পারা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন।
নো এন্ট্রি ২-র পুরো কাস্ট পরিবর্তন প্রসঙ্গে বনি কাপুর
নো এন্ট্রি ২-তে দেখা যাবে একদম নতুন তারকাদের। তিনি বলেন, ‘এটা আমার ব্যর্থতা যে আমরা মূল কাস্টদের ধরে রাখতে পারিনি। আমরা পুরো স্টারকাস্ট পরিবর্তন করেছি। আমরা প্রায় ৮-১০ বছর অপেক্ষা করেছি কিন্তু কোনোভাবেই কিছু হচ্ছিল না। আমরা তাঁদের মিস করব। এবং এখন আমরা তরুণ অভিনেতাদের সঙ্গে একটি নতুন এন্ট্রি দেওয়ার চেষ্টা করছি। তবে একই সঙ্গে আমরা সলমনকে মিস করব, অনিল ও ফারদিনকে মিস করব। নো এন্ট্রিতে ওরা ছিল আসল। আর ওরাই ছিল সবচেয়ে বেশি ভালোবাসার।’
তিনি আরও বলেন, ‘আমরা অপেক্ষা করতে করতে সময় পেরিয়ে গেল, এবং আজ, একটি নতুন সেটআপের সঙ্গে, সম্ভবত জিনিসগুলি হবে… একটু ভিন্ন। কিন্তু আমি সুযোগ হারালাম। ট্রেন এগিয়ে চলেছে। এখন সবসময় এই আক্ষেপ থাকবে যে মূল সেটআপটি নেই। কারণ সলমন দারুণ মানুষ, অনিল দারুণ মানুষ, আমার ভাই ও খুব ভালো অভিনেতা। ফারদিন ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার দেখা অন্যতম সেরা ছেলে। ওদের মিস করব। তবে যেভাবেই হোক আমরা এগিয়ে গিয়েছি এবং আশা করি সিদ্ধান্তটি সঠিক হবে।’
আনিস বাজমি পরিচালিত এবং বনি কাপুর প্রযোজিত নো এন্ট্রি (২০০৫) ছিল সলমন খান, অনিল কাপুর, ফারদিন খান, বিপাশা বসু, এশা দেওল, লারা দত্ত এবং সেলিনা জেটলি-কে নিয়ে তৈরি একটি বলিউড কমেডি ব্লকবাস্টার। গল্পটি বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছিল, যা দেখে দর্শকরা একনও হেসে লুটোপুটি খান। হালকা চিত্রনাট্য, কোই লড়কি হ্যায় এবং ইশক মে-র মতো হিট গান এবং অনবদ্য কমিক টাইমিংয়ের সাহায্যে ছবিটি বক্স অফিসেও খুব সাফল্য পায়।
নো এন্ট্রি ২-ও বানাচ্ছেন আনিস বাজমি। তাঁর পরিচালিত এই সিক্যুয়েলে মুখ্য ভূমিকায় দেখা যাবে বরুণ ধাওয়ান ও অর্জুন কাপুরকে। নায়িকা কারা হবেন তা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, যদিও সূত্রের খবর, তামান্না ভাটিয়া এই ছবিতে অভিনয় করতে পারেন। মাঝে দিলজিৎ দোসাঞ্জ, যার প্রধান চরিত্রে অভিনয় করার কথা ছিল, সৃজনশীল মতপার্থক্যের কারণে পদত্যাগ করেছেন বলে গুজব ছড়িয়েছিল। যা নিয়ে বনি হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘হ্যাঁ, তারিখের সমস্যা রয়েছে, তবে কোনও সৃজনশীল পার্থক্য নেই। এটা একেবারেই মিথ্যা কথা। আমরা যথাসাধ্য চেষ্টা করছি তারিখ ঠিক করার। তবে তিনি এই ছবির অংশ থাকবেন কিনা তা এখনও অনিশ্চিত।’