কোভিড মোকাবিলায় দুর্গাপুজো হোক দর্শকশূন্য। নো এন্ট্রি জোন রাজ্যের সব মণ্ডপ। সোমবার কলকাতা হাইকোর্টের এই কড়া নির্দেশকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। বেঁকে বসেছেন পুজো উদ্যোক্তাদের অনেকেই। পাল্টা মামলা দায়ের করেছেন তাঁরা। তাঁদের হয়ে লড়ছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুনানি বুধবার। রাজ্য সরকার তথা শাসকদল তৃণমূলের সিংহভাগ নেতাই অসন্তুষ্ট। এ নিয়ে HT Bangla–র সঙ্গে আলোচনা করলেন অধ্যাপক বিমলশঙ্কর নন্দ, আইনজীবী অরিন্দম দাস ও অধ্যাপক অসীম মণ্ডল। দেখুন।