২০০৫ সালের ক্লাসিক কমেডি সিনেমা ছিল ‘নো এন্ট্রি’। অনিল কাপুর, সলমন খান এবং ফারদিন খান অভিনীত এই সিনেমাটি সেই বছরের অন্যতম হিট সিনেমার মধ্যে একটি ছিল। এবার আগামী বছর আসতে চলেছে ‘নো এন্ট্রি ২’। সম্প্রতি সিনেমার কাস্টিং নিয়ে খোলামেলা কথা বললেন পরিচালক অনিস বাজমি।
‘নো এন্ট্রি ২’ শুটিং সম্পর্কে পরিচালক বলেন, আপাতত ‘ভুলভুলাইয়া ৩’ নিয়ে ভীষণ ব্যস্ত রয়েছেন তিনি। আগামী ১ নভেম্বর ‘ভুলভুলাইয়া থ্রি’ মুক্তি পাওয়ার পর পরিচালক আগামী প্রজেক্ট অর্থাৎ ‘নো এন্ট্রি টু’ নিয়ে কাজ শুরু করবেন।
(আরও পড়ুন: শাকিবের সঙ্গে ধুন্ধুমার অ্যাকশনে মাতবেন যিশু? ফের কোন ছবিতে ধরা দিচ্ছেন খলনায়ক হয়ে?)
পরিচালকের কথা অনুযায়ী, আগামী মাস থেকেই ‘নো এন্ট্রি টু’ সিনেমাটি নিয়ে পুরোপুরি কাজ শুরু করবেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি বা মার্চের মধ্যেই শ্যুটিং শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই অভিনেতাদের সঙ্গে কথা বলে রেখেছেন তিনি।
সিনেমার কাস্টিং নিয়ে কথা বলতে গিয়ে পরিচালক বলেন, এই সিনেমায় অভিনয় করবেন বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর এবং দিলজিত দোসাঁঝ। তিনজনেই সিনেমার গল্প শুনে ভীষণভাবে উৎসাহিত হয়েছেন এবং আমিও এই তিনজনকে নিয়ে ভীষণ আশাবাদী।
(আরও পড়ুন: 'রান্না করে খাওয়াও...' শ্যুটিংয়ের ফাঁকে ‘নতুন বউ’ সোনাক্ষীকে কড়া নির্দেশ মৌসুমীর! তারপর...)
বরুণ ধাওয়ানের প্রশংসা করে পরিচালক বলেন, বরুণের কমিক টাইমিং ভীষণ সুন্দর। যদিও আয়ুষ্মান খুরানা এবং রাজকুমার রাওয়েরও কমিক টাইমিং ভীষণ ভালো। রাজকুমার রাওয়ের বেশ কয়েকটি সিনেমা বক্স অফিসে ভালো ফল না করতে পারলেও রাওয়ের অভিনয় কিন্তু দুর্দান্ত ছিল।
প্রসঙ্গত, ‘নো এন্ট্রি ২’ সিনেমায় অভিনয় করার ইচ্ছে ছিল অনিল কাপুরের কিন্তু সেটা না হওয়ায় প্রযোজক বনি কাপুরের সঙ্গে তাঁর মনোমালিন্য হয়েছিল। যদিও ‘নো এন্ট্রি’ সিনেমার কোনও অভিনেতাকেই দ্বিতীয় পর্বে স্থান দেননি পরিচালক।