বাংলা নিউজ > বায়োস্কোপ > চলে গেলেন দৃশ্যম খ্যাত পরিচালক নিশিকান্ত কামাত,বয়স হয়েছিল ৫০ বছর
পরবর্তী খবর
মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হেরে গেলেন দৃশ্যম খ্যাত পরিচালক নিশিকান্ত কামাত। সোমবার বিকাল ৪.২৪ মিনিটে হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে পরিচালকের। লিভার সিরোসিসের সমস্যায় বহুদিন ধরেই ভুগছিলেন নিশিকান্ত, অতীতের সেই সমস্যাই চাগাড় দিয়ে উঠায় গত কয়েকদিন ধরে ভর্তি রয়েছেন হাসপাতালে।অবশেষে থেমে গেল সব লড়াই। ৫০ বছর বয়সী পরিচালক নিশিকান্ত কামাতের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু, তথা লাই ভরি ছবির লিড হিরো রীতেশ দেশমুখ। সংবাদ সংস্থা এএনআইকে হায়দরাবাদের এআইজি হাসপাতালের তরফে জানানো হয় লিভার সিরোসিরের সমস্যার জেরে বিকাল ৪.২৪ মিনিটে মৃত্যু হয়েছে পরিচালক নিশিকান্ত কামাতের।