চলতি লোকসভা নির্বাচনে ঘাটাল আসনে তৃণমূলের তারকা প্রার্থী তথা দু-বারের জয়ী সাংসদ দেবের প্রতিদ্বন্দ্বী হিরণ চট্টোপাধ্যায়। খড়গপুর সদরের বিধায়কের উপর ভরসা রেখেছে গেরুয়া শিবির। শুরু থেকেই দেবকে লাগাতার আক্রমণ শানিয়েছেন হিরণ। তবে আপতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হিরো হিরণের ‘মোয়ো মোয়ে’ মুহূর্ত! আরও পড়ুন-সইফ-করিনার দাম্পত্যে চিড়? বউয়ের নাম শরীর থেকে ‘ত্রিশূল’ দিয়ে মুছলেন পতৌদির নবাব!
দু-দিন ধরে সোশ্যাল ব্যাপক হারে ভাইরাল একটি ভিডিয়ো, সেখানে কেশপুরের বিশ্বনাথপুর এলাকার মাটিতে দাঁড়িয়ে হিরণ বলছেন, ‘জানি না কোন ভাষায় বলব, ভাষা হারিয়ে ফেলেছি!’ আট বছর ধরে নিখোঁজ বিজেপি কর্মীর পরিবারকে পাশে নিয়ে এমন আক্ষেপ করছিলেন হিরণ। দেবের বিরুদ্ধে খুনের পরিকল্পনা করার অভিযোগ পর্যন্ত এনেছেন বিজেপি প্রার্থী। এমন সময়, হিরণের ভাষা হারিয়ে ফেলার কথা শুনে পাশে দাঁড়ানো এক বৃদ্ধ বলে ওঠেন, 'বাংলা কথাই বলো না!' এই ভিডিয়ো এখন আগুন গতিতে ভাইরাল, ওই কাকুর ‘রসবোধ’কে কুর্নিশ জানাচ্ছেন অনেকে, কেউ আবার তাঁর সারল্যে মুগ্ধ।
ভাইরাল কাকুকে ঘিরে এই উচ্ছ্বাসের মাঝেই তৃণমূলকে বিঁধে ট্রোলিং নিয়ে মুখ খুললেন হিরণ। বিজেপি প্রার্থী নিজের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োর পরবর্তী অংশের গোটা ভিডিয়োটি পোস্ট করে ক্ষমা চেয়ে নেন ‘শহীদ পরিবার’-এর থেকে। বিজেপির হিরণ লেখেন, ‘একটি শহীদ পরিবারে গিয়েছিলাম, সবার চোখে জল! খুনের ঘটনা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম! এই নিষ্পাপ সহজ সরল কেশপুর গ্রামের মানুষকে নিয়ে যারা ট্রোলিং করেন, তাদের হয়ে আমি এই শহীদ পরিবারের সবার কাছে ক্ষমা চাইছি’।