বাংলা নিউজ > বায়োস্কোপ > এখনও তাঁর দিদা হওয়ার বয়স হয়নি, দাবি ৬৬ বছরের নীনার! তাই নাতনি তাঁকে দিদা না বরং এই নামে ডাকলে খুশি হবেন অভিনেত্রী
পরবর্তী খবর
এখনও তাঁর দিদা হওয়ার বয়স হয়নি, দাবি ৬৬ বছরের নীনার! তাই নাতনি তাঁকে দিদা না বরং এই নামে ডাকলে খুশি হবেন অভিনেত্রী
2 মিনিটে পড়ুন Updated: 05 Jun 2025, 11:00 AM ISTSayani Rana
৬৬ বছরের নীনা চান না যে নাতনি তাঁকে দিদা বলুক! অভিনেত্রীর এ কথা বলার কারণ জানালেন এখনও তাঁর দিদা হওয়ার বয়স হয়নি।
Ad
নীনা চান না যে নাতনি তাঁকে দিদা বলুক! অভিনেত্রীর এ কথা বলার কারণ জানলে অবাক হবেন
বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্তা তাঁর কেরিয়ারে নানা দুর্দান্ত সব ছবি উপহার দিয়েছেন। তাঁর সাবলীল অভিনয়ের পাশাপাশি, নীনা তাঁর সাহসী স্টাইলের জন্যও পরিচিত। নীনা বর্তমানে তাঁর আসন্ন সিনেমা ‘মেট্রো ইন দিনো’-এর জন্য সংবাদের শিরোনামে রয়েছেন। এই সপ্তাহেই নীনা ৬৬ বছর বয়সে পা দিলেন। এই বিশেষ উপলক্ষ্যে, অভিনেত্রী যেভাবে নিজেকে সাজিয়ে তুলেছিলেন তাতে তিনি ফের তাঁর সাহসী স্টাইলের জন্য সোশ্যাল মিডিয়ার আলোচনায় উঠে এসেছেন। তিনি ‘মেট্রো ইন দিনো’-এর কাস্ট এবং ক্রুদের সঙ্গে তাঁর জন্মদিন উদযাপন করেছেন। এই উদযাপনের সময়ের তাঁর একটি ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নীনার ড্রেসিং সেন্স দেখে সবাই অবাক।
সম্প্রতি ‘মেট্রো ইন দিনো’-এর একটি প্রেস মিটে যোগ দিয়েছিলেন নীনা গুপ্তা। এই সময় তাঁর সঙ্গে ছবির বাকি তারকা আদিত্য রায় কাপুর, সারা আলি খান, কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠি এবং পরিচালক অনুরাগ বসুও উপস্থিত ছিলেন। আসলে, সম্প্রতি ‘মেট্রো ইন দিনো’-এর ট্রেলার লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হয়েছিল। ট্রেলার লঞ্চ ইভেন্টে কেক কেটে নীনা গুপ্তা তাঁর জন্মদিনও উদযাপন করেছিলেন। সেই সময়, সকলেই নীনার পোশাক দেখে অবাক হয়েছেন। এই সময় নীনা একটি সাদা রঙের রান কাফতান কুর্তা পরেছিলেন, কুর্তাটা ডিপ নেক ছিল। এই পোশাকের সঙ্গে, নীনা একটি সোনালী রঙের 'বিস্কুট ব্রা' পরেছিলেন, এই পোশাকে অভিনেত্রীকে খুব সাহসী দেখাচ্ছিল। নীনার এই পোশাকটি তাঁর মেয়ে মাসাবা গুপ্তার ফ্যাশনেবল হাউস অফ মাসাবার পোশাক।
সোশ্যাল মিডিয়ায় অনেকই ৬৬ বছর বয়সী নীনা গুপ্তার এই সাহসী ফ্যাশন পছন্দ করলেও, অনেকেই তাঁকে ট্রোলও করেছেন। নীনার অনেক ভক্ত মন্তব্য করেছেন যে 'বয়স কেবল একটি সংখ্যা'। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'আপনার বয়স অনুসারে পোশাক পরা উচিত।' অন্য একজন লিখেছেন, 'এই বয়সে আপনার কাছ থেকে এমন পোশাক আশা করিনি।' একজন লিখেছেন, 'আপনার এত আধুনিক হওয়া উচিত নয় যে তুমি তোমার সংস্কৃতি ভুলে যাবে।' অন্য একজন লিখেছেন, 'রেখা জি এবং হেমা মালিনী জির চরণে প্রণাম... যাঁরা নতুন প্রজন্মকে বৃদ্ধ বয়সে কীভাবে বাঁচতে হয় তা শেখায়।'
বর্তমানে 'পঞ্চায়েত'-এর নতুন সিজনের কাজ নিয়ে ব্যস্ত নীনা, তার সঙ্গে অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো-এর প্রচারেও ব্যস্ত। সবটা মিলিয়ে অভিনেত্রী টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, ‘আমি শুধু সুস্থ থাকতে চাই এবং যতক্ষণ না কাজ করতে পারি ততক্ষণ কাজ করে যেতে চাই। আর, যখন আমি কাজ করি তখন আমি সবচেয়ে বেশি খুশি হই।’