
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
ফের একবার 'হইচই'-এর পর্দায় ফিরছেন 'ভাদুড়ি মশাই'। তিনি আসছেন কালীপুজোর ঠিক আগে, ভূতচতুর্দশীতে গা ছমছম করা তন্ত্রবিদ্যার গল্প নিয়ে। এবার রহস্য আরও জটিল। আর কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা এই গোয়েন্দা চরিত্রে এবারও দেখা যাবে চিরঞ্জিৎ চক্রবর্তীকে। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এই সিরিজের নতুন গল্পে তিনিই আবার 'ভাদুড়ি মশাই'। 'পর্ণশবরীর শাপ'-এর পর এবার আসছে ‘নিকষছায়া’। ৬ অক্টোবর, রবিবার মুক্তি পেয়েছে ‘নিকষছায়া’র টিজার।
কী আছে সেই টিজারে?
টিজারের শুরুতেই শোনা গেল একটা জঙ্গলের মধ্যে আর্তনাদ। দেখা গেল তন্ত্রের জন্য আগুন জ্বলতে। এরপর বেশকিছু রহস্যজনক দৃশ্যায়নের সঙ্গে দেখা মিলল সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা বোস, গৌরব চক্রবর্তী সহ আরও অনেককেই। তন্ত্র সাধনা করতে দেখা গেল ভাদুড়ি মশাই চিরঞ্জিত চক্রবর্তীকে।
এদিকে ভয়েস ওভারে পরমব্রতর গলায় শোনা গেল, ‘জ্ঞানী মানুষরা জানেন, তন্ত্রবিদ্যা থেকে পাওয়া জ্ঞান শুভ কিংবা অশুভ দুই কাজেই লাগানো যায়। অসীম ক্ষমতার নেশায় বুঁদ হয়ে কিছু তন্ত্রসাধক জাগিয়ে তোলেন পিশাচদের। যাঁরা যেকোনও রূপ ধারণ করতে পারে। কিংবা আমাদের চোখের সামনে থেকেও মুহূর্তের মধ্যে হয়ে যেতে পারেন অদৃশ্য। সন্ধ্যের পর দরজা বা জানলায় টোকা পড়লে খুলবেন না। অন্ধকার রাস্তায় যেতে যেতে পিছন থেকে নিজের আপন মানুষের গলা শুনলেও ঘুরে তাকাবেন না। কারণ, তাঁরা মানুষ নাও হতে পারেন।’
আর এরপরই 'ভাদুড়ি মশাই' চিরঞ্জিত চক্রবর্তীকে বলতে শোনা গেল ‘যাঁকে বা যাঁদের তোমরা দেখবে, সেটা কিন্তু বাস্তব নাও হতে পারে।’ এমনই রহস্য রোমাঞ্চে মোড়া ‘নিকষছায়া’র টিজার প্রকাশ্যে এসেছে।
ইতিমধ্যেই এই টিজারের প্রতি ভালোবাসা জানিয়েছেন নেটিজেনরা। জানিয়েছেন তাঁরাও এই সিরিজের অপেক্ষায় রয়েছেন।
প্রসঙ্গত, এর আগে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা এই গোয়েন্দা চরিত্র 'ভাদুড়ি মশাই'কে ওয়েব দুনিয়ার প্রথম সিরিজ পর্ণশবরীর শাপ দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছিল। সৌভিক চক্রবর্তীর লেখা চিত্রনাট্যে সেই সিরিজটিরও পরিচালনা করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়।
৳7,777 IPL 2025 Sports Bonus