১৪ এপ্রিল, রবিবার ১লা বৈশাখ। পড়ছে ১৪৩১ বঙ্গাব্দ। আর তাই রচনার 'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে নববর্ষ পালন হবে না, তাও কি হয়? অতিথি কারা? এবার নববর্ষে দিদির মঞ্চে হাজির হতে চলেছে ‘কার কাছে কই মনের কথা’র সখীরা। অর্থাৎ নিজের ‘মহিলা গ্যাঙ’কে নিয়ে হাজির হবে শিমুল।
কীভাবে নববর্ষ উদযাপন করবে শিমুল ও তার বন্ধুরা?
চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আনা হয়েছে দিদি নম্বর ওয়ানের নববর্ষ স্পেশাল প্র প্রোমো। তাতে দেখা যাচ্ছে, রবি ঠাকুরের 'এসো হে বৈশাখ' গানে নাচ করেই বর্ষবরণ করছেন শিমুল (মানালি দে) সুচিত্রা (বাসবদত্তা চট্টোপাধ্যায়), বিপাশা (স্নেহা চট্টোপাধ্যায়) শির্ষা (সৃজনী মিত্র), পুতুল (শ্রীতমা ভট্টাচার্য)রা। তবে তারপরই ছিল আসল চমক। হঠাৎই 'শিমুল' মানালি ঘোষণা করেন, ‘আপনাদের জন্য স্পেশাল পারফরম্যান্স আমার পুতুলের’। বলতে না বলতেই একী নাচ নাচতে শুরু করলেন শ্রীতমা!