ইতিমধ্যেই অভিনয় দিয়ে সকলের মন কাড়তে শুরু করেছেন ইরফান খানের ছেলে বাবিল খান। তাঁর কাজ অনেকেরই ভালো লাগছে। বাবিলও কঠোর পরিশ্রম করে দর্শকদের মন জয় করার চেষ্টা করছেন। ইতিমধ্যেই তিনি অনেক ছবি এবং সিরিজে কাজ করে ফেলেছেন। এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবিল জানিয়েছেন, যে তিনিও তাঁর নামের পাশ থেকে ‘খান’ পদবী বাদ দেওয়ার পরিকল্পনা করে ফেলেছেন।
কী বলেছেন বাবিল?
ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে বাবিল বলেন, ‘আমি একজন রাজপুত্র (রাজ বংশের ছেলে), কিন্তু আমার দাদু সবকিছু ত্যাগ করেছিলেন। তিনি নিজেকে সেই জীবন থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলেছিল। আমার বাবা তাঁর কর্মজীবনের শেষের দিকে খান উপাধি ব্যবহার বন্ধ করে দেন। আমি আমার বাবার কাজে অনুপ্রাণিত। আমিও আমার বাবার মতোই খান পদবী ত্যাগ করার কথা ভেবেছি। যাতে আমি আমার নিজের পরিচয়ে পরিচিত হতে পারি।’
বাবিলের কথায়, পদবী কখনওই কাউ নিজস্ব পরিচয় দেয় না, তাই নিজের ব্যক্তিত্বকে উজ্জ্বল করতে আমাকেও বংশের পদবী ত্যাগ করতে হবে।
ইরফানকে নিয়ে বাবিলের পোস্ট
প্রসঙ্গত ইরফান পুত্র বাবিল প্রায়শই সোশ্যাল মিডিয়ায় বাবাকে নিয়ে আবেগঘন নানান পোস্ট করেন। বাবার উদ্দেশ্যে একটি পোস্টে তিনি লিখেছিলেন, ‘তুমি আমাকে যোদ্ধা হতে শিখিয়েছ এবং ভালোবাসা ও দয়াও শিখিয়েছ।… আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, আমি সবসময় কাছের মানুষের জন্য লড়াই করব।’
পেশাগত জীবন
পেশাগত জীবনে বালিল খানের সম্প্রতি ছবি হল ‘লগআউট’। যেটি ZEE5-এ সম্প্রচারিত হচ্ছে এবং যা দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেচে। ছবিটি পরিচালনা করেছেন অমিত গোলানি।
প্রসঙ্গত এর আগে বাবিলের মা ইরফান খনের স্ত্রী সুতপা সিকদার হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেচিলেন, প্রয়াত অভিনেতা ইরফান খানের সঙ্গে ক্রমাগত তুলনা বাবিল খানের উপর চাপ তৈরি করছে। যা ২৬ বছর বয়সী বাবিলকে কিছুটা হতাশাগ্রস্ত করে তুলছে। সুতপা বলেছিলেন, ‘বাবিলের উপর অনেক চাপ আছে আমি মনে করি এটা ঠিক নয়। ইরফানের উপর কখনওই এই চাপ ছিল না। যখন কারোর উপর এই চাপ থাকে না, তখনই তার ব্যক্তিত্ব উঠে আসে। শুধু কাজ নয়, ওর মধ্যে বাবাকে হারানোর যন্ত্রণাও রয়েছে। মা হিসাবে আমি বলব, আমার বাচ্চাকে একা ছেড়ে দিন।’