প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে অভিনেতা বাবিল খানকে প্রায়ই পাপারাৎজিদের সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ ভাবেই মেলামেশা করতে দেখা যায়। তবে সম্প্রতি মুম্বইয়ের একটি অনুষ্ঠানে তিনি পাপারাৎজিদের আচরণ নিয়ে হতাশা প্রকাশ করেছেন। জানিয়েছেন তাঁদের আচরণে তিনি আহত। হুমা কুরেশির সঙ্গে তাঁর অদ্ভুত কথোপকথনের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে আসা নিয়ে বিরক্ত বাবিল।
১৪ এপ্রিল হুমা এবং বাবিল মুম্বইয়ে একটা পার্টিতে যোগ দিয়েছিলেন। সেদিনের অনুষ্ঠানের একটা ভিডিয়ো বর্তমানে নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল। সেখানে দেখা গিয়েছে বাবিল হুমাকে জিজ্ঞাসা করছেন কেন তিনি তাঁর উপর বিরক্ত। তিনি কেন তাঁর ফোনের কোনও উত্তর দিচ্ছে না।
হুমা উত্তরে বলেন, ‘পরে আমরা কথা বলব।’ তারপর বাবিলকে তাঁর গাড়ির দিকে চলে যেতে দেখা যায়। তারপর হুমাকে বলতে শোনা যায়, ‘আমি এই ছেলেটাকে চড় মারতে চাই।’ ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর, অনেক নেটিজেনই মনে করেন যে হুমা বাবিলের সঙ্গে অভদ্র আচরণ করেছেন। আবার কেউ কেউ কথোপকথনটিকে 'অদ্ভুতও' বলেছেন।
তারপর একটি অনুষ্ঠানে ফের হাজির হন বাবিল। সেখানে তিনি পাপারাৎজিদের উপর বিরক্ত প্রকাশ করেন। ছবি তোলার পর বলেন, 'পরশু একটা কান্ড ঘটিয়ে দিয়েছ তোমারা... অকারণে কেন এমন করো? কী ছিল ওটা? অদ্ভুত ছিল পুরো বিষয়টা… সত্যি বলতে, আমার খুব খারাপ লেগেছিল।' তারপর অনেক প্যাপসকে তাঁর কাছে ক্ষমা চাইতেও শোনা যায়।
আরও পড়ুন: গোপালের পোশাক পরানো হল রবিঠাকুরকে, করা হল পুজো! সামনে আনলেন অভিনেতা ঋত্বিক
কাজের সূত্রে বাবিলকে ‘লগআউট’ ছবিতে দেখা যাবে। একজন প্রভাবশালী চরিত্রে অভিনয় করছেন তিনি। অমিত গোলানি পরিচালিত, বিপিন অগ্নিহোত্রী প্রযোজিত এবং বিশ্বপতি সরকার রচিত এই সাইবার থ্রিলারটি ডিজিটাল দুনিয়ায় খ্যাতির পাওয়ার অন্ধকার দিকগুলি নিয়ে কথা বলবে। বাবিল ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন রসিকা দুগল, গন্ধর্ব দেওয়ান ও নিমিশা নায়ার। ‘লগআউট’ ছবিটি ১৮ এপ্রিল ZEE5-এ মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ছবিটি ইতিমধ্যেই আন্তর্জাতিক উৎসবে সাড়া ফেলেছে। ২১তম ভারতীয় চলচ্চিত্র উৎসব স্টুটগার্ট ২০২৪, মার ডেল প্লাটা ২০২৪, ভারতীয় চলচ্চিত্র উৎসব মেলবোর্ন ২০২৪ এবং রিভার টু রিভার ফ্লোরেন্স ভারতীয় চলচ্চিত্র উৎসব ২০২৪-এর মতো চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। ছবিটি খুব প্রশংসাও পেয়েছে।