বৈশাখ মাস মানেই রবিঠাকুর, বৈশাখ মাস মানেই রবীন্দ্রজয়ন্তী। তাঁর সৃজন আমাদের ধ্রুব তারার মতো পথ দেখা। তাঁর গান, তাঁর রচনা আমাদের প্রতি মুহূর্তে ঘিরে রাখে। তিনি ‘চিরসখা’, তবে তাঁর পদবী ঠাকুর হলেও তিনি ঠাকুর তো নন। কিন্তু তাঁর প্রতি ভক্তি আবার কখনও কখনও তাঁকে একপ্রকার সেই ভগবানেই পরিণত করে কিছু বাঙালির কাছে। আর এবার সে রকমই একটা উদাহরণ তুলে ধরলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।
ব্যাপার কী ঘটেছে?
এবার একটু খোলসা করে বলা যাক। বৃহস্পতিবার অভিনেতা তাঁর ইনস্টাগ্রামের একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে ভগবান গোপালকে যে রকমের পোশাক পরানো হয় সে রকম লাল রঙের একটি পোশাক পরানো হয়েছে। আর রবিঠাকুরের সেই ছবি ঠাকুর আসনে রাখা। ছবিটি শেয়ার করে অভিনেতা এই অবাক কান্ড দেখে, খানিক ব্যঙ্গ করেই রবিঠাকুরের গান 'কী গাব আমি…'-এর কথা ধার করে আর কিছুটা নিজের মতো করে লেখেন, ‘তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধরা খাইছে।’
আরও পড়ুন: ওঠে ‘পরকীয়া’র গুঞ্জন! ‘এটা সত্যি…’, সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন এআর রহমান
নেটিজেনরা কে কী বলছেন?
তাঁর এই পোস্ট প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যম জুড়ে উঠেছে হাসির রোল। একজন অনুরাগী লেখেন, ‘বাড়িতে নিত্যগোপাল পুজো করা পাড়ার কাকিমা, রবীন্দ্র জয়ন্তীতে।’ আর একজন মজা করে লেখেন, ‘গোপালেন্দ্রনাথ’, আর এক অনুরাগী বেশ হতাশ হয়ে রবি ঠাকুরের কথা ধার করেই লেখেন, ‘তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি।’
আর এক ব্যক্তি ব্যঙ্গ করে ছন্দ মিলিয়ে লেখেন,'কলকাতা হইতে আগ্রা, সবাই দেখিতেছে রবি ঠাকুর পরেছেন ঘাঘরা। কৃষ্ণচন্দ্রের রাজসভার কবি।' আর এক নেটিজেন লেখেন, ‘টক্সিক বাঙালি।’ আর একজন অবাক হয়ে লেখেন, ‘এটা গোপাল ঠাকুরের জামা’। আর একজন লেখেন, ‘লজ্জা লাগা দরকার।’
তাছাড়াও এক নেটিজেন লেখেন, ‘আরও যে কী কী দেখা বাকি সেই ভেবেই রাতের ঘুমটা চটকে গেল!’ আর একজন লেখেন, ‘চন্দ্র বিন্দুর চ আর বিড়াল এর তালব্য শ..’। এক নেটিজেন আবার ব্যঙ্গ করে খানিক নস্টালজিক হওয়ার ভঙ্গি করে লেখেন, ‘আমি ছোট বেলায় বায়না করে কবিগুরু ছবির সামনে ঘট বসিয়ে পুজো করেছিলাম রবীন্দ্রজয়ন্তীতে। বাড়ির সবাই খুব হাসাহাসি করছিল আমার উপর।’