বাংলা নিউজ > বায়োস্কোপ > Ayushmann Khurrana: দিল্লিতে হঠাৎই বন্ধ হয়ে গেল আয়ুষ্মান খুরানার ছবির শ্যুটিং! কারণ জানলে অবাক হবেন
পরবর্তী খবর
Ayushmann Khurrana: দিল্লিতে হঠাৎই বন্ধ হয়ে গেল আয়ুষ্মান খুরানার ছবির শ্যুটিং! কারণ জানলে অবাক হবেন
1 মিনিটে পড়ুন Updated: 25 May 2024, 10:23 AM ISTSayani Rana
দিল্লিতে প্রবল তাপপ্রবাহের জন্য বন্ধ হয়ে গেল আয়ুষ্মান খুরানার ছবির শ্যুটিং। বেশ লম্বা সময়ের জন্য তিনি দিল্লি আসবেন এমনটাই শোনা যাচ্ছিল। কিন্তু রাজধানীতে তীব্র গরমের কারণে বাতিল হল শ্যুটিং। হিন্দুস্তান টাইমস খোঁজ নিয়ে জেনেছে অভিনেতা জুলাই মাসে এই ছবির কাজ করতে দিল্লিতে আসবেন।
আয়ুষ্মান খুরানা
দিল্লিতে প্রবল তাপপ্রবাহের জন্য বন্ধ হয়ে গেল ছবির আয়ুষ্মান খুরানার শ্যুটিং। বেশ লম্বা সময়ের জন্য তিনি দিল্লি আসবেন এমনটাই শোনা যাচ্ছিল। কিন্তু রাজধানীতে তীব্র গরমের কারণে বাতিল হল শ্যুটিং। হিন্দুস্তান টাইমস খোঁজ নিয়ে জেনেছে অভিনেতা জুলাই মাসে এই ছবির কাজ করতে দিল্লিতে আসবেন।
দিল্লিতে তাপমাত্রা প্রায় ৪৭.৪ ডিগ্রি সেলসিয়াস। ভয়ঙ্কর এই গরমে রাজধানী জুড়ে তীব্র তাপপ্রবাহ চলছে। ভারতের আবহাওয়া বিভাগ অর্থাৎ IMD তীব্র তাপপ্রবাহ পরিস্থিতির কারণে দিল্লিতে আগামী পাঁচ দিনের জন্য একটি 'রেড অ্যালার্ট' জারি করেছে।
জানা গিয়েছিল, আয়ুষ্মান তাঁর পরবর্তী অ্যাকশন-কমেডির ছবির কাজে বেশ লম্বা সময়ের জন্য দিল্লিতে আসবেন। কিন্তু সূত্রের খবর অনুযায়ী, জুন মাসে শ্যুটিং করতে আসার কথা ছিল টিমের। পরে জানা যায় যে, আয়ুষ্মান জুন নয়, তাঁর পরবর্তী ছবির কাজের জন্য জুলাইতে প্রায় ৩০ দিনের জন্য দিল্লিতে এসে থাকবেন।
টিমের এক সদস্য জানায়, 'জুনে ছবির শ্যুটিংয়ের জন্য আয়ুষ্মানের দিল্লি আসার কথা ছিল। তবে গরমের কারণে তা পিছিয়ে গিয়েছে। আবহাওয়ার অবস্থা মাথায় রেখে শ্যুটিংয়ের সময়সূচীকে এক মাস পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" পাশাপাশি আরও একটি খবর উঠে আসছে শুধু আয়ুষ্মান নন, এই ছবিরে সেটে দেখা যেতে পারে সারা আলি খানকেও।
জানা গিয়েছে, লাল কেল্লা থেকে কুতুব মিনার, লোধি গার্ডেনের মতো ঐতিহাসিক জায়গার পাশাপাশি দিল্লির বাজার, কনট প্লেসেও হবে শ্যুটিং। শহরের বিভিন্ন জায়গায় কাজ করতে হবে আয়ুষ্মানকে।
পরিচালক আকাশ কৌশিকের এই ছবিতেই প্রথমবার আয়ুষ্মান ও সারা জুটি বাঁধতে চলেছেন। পাশাপাশি তরণ আদর্শ তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন ছবিটির নাম এখন ঠিক হয়নি। তবে ধর্মা প্রোডাকশন এবং শিখা এন্টারটেইনমেন্টের যৌথ প্রোজযোনায় ছবিটি আসতে চলেছে। এটাই ধর্মা প্রোডাকশনের সঙ্গে আয়ুষ্মানের প্রথম কাজ হতে চলেছে।
তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, 'ধর্মা প্রোডাকশন এবং শিখা এন্টারটেইনমেন্ট আবার একসঙ্গে কাজ করতে চলেছে। ছবিতে দেখা যাবে আয়ুষ্মান খুরানা ও সারা আলি খানকে। একটি মূলত একটি অ্যাকশন-কমেডি ফ্লিম হতে চলেছে। আকাশ কৌশিক ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন, গল্পটিও তাঁর লেখা। এই নিয়ে ধর্মা ও শিখা তৃতীয়বারের মতো একসঙ্গে কাজ করবে। শ্যুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, খুব তাড়াতাড়ি ছবির নামও প্রকাশ্যে আসবে।'